আমাদের কথা খুঁজে নিন

   

‘নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদ

রোববার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে নারী নেত্রীরা বলেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা নারী সমাজকে অবজ্ঞা ও অবমুল্যায়ন করে ঘরে আবদ্ধ করতে চায় তারাই ইসলামের শত্রু। দেশের নারী সমাজ সচেতন পুরুষ সমাজকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে নারী বিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।
এর আগে সকাল ১১টায় শহরের ঘাষিপাড়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন ইসলাম লাবুন, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, এনজিও প্রতিনিধি সুরাইয়া আকতার প্রমুখ।
এদিকে একই সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়ও শোভযাত্রা ও মানববন্ধন হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য রেহেনা আকতার ও শুকলা রায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।