আমাদের কথা খুঁজে নিন

   

নিজের দোষ আমরা অন্যর ঘাড়ে চাপাতে ওস্তাদ...।

ভালবাসা বলতে শুধু প্রেমিকের সাথে প্রেমিকার ভালবাসা নয়,মা-বাবার প্রতি সন্তানের,সন্তানের প্রতি মা-বাবার,ভাইয়ের প্রতি ভাইয়ের,বোনের প্রতি ভাইয়ের, বন্ধুর প্রতি বন্ধুর,আত্মীয়র প্রতি আত্মীয়র, মুদ্ধা কথা সবার প্রতি সবার আপন স্থান থেকে ভালবাসা। এই ভালবাসা থাকলে

আমরা আমাদের দোষ চোখে দেখি না। । আমাদের এ সভাবের জন্য আমাদের পস্তাতে হয় তখন আমরা অপরকে বা খোদ আল্লাহ তায়ালাকে পর্যন্ত দোষারোপ করি। অথচ নিজের দোষটা একটি বারের জন্য ও দেখি না।

আজকে বাসা থেকে বের হয়ে তেমনই একটি বিষয় চোখে পড়লো। ছবি তোলার মত সুযোগ ছিল না তাই তুলতে পারি নি। রাস্তায় দুটো ছোট ছেলে বল দিয়ে খেলছিল, তো এই সময় এক মুরুব্বী তাদের পাঁশ দিয়ে যাচ্ছিল আমি নিজ চোখে দেখেছি মুরুব্বী নিজে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছে অথচ তিনি তার এই পড়ার জন্য ঐ ছেলে দুটোকে দায়ী করছে এবং খুব খারাপ ভাষায় গালি-গালাজ করছে...। আমি তার দোষটা তাকে দেখাতেই তিনি আমার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করা শুরু করল। আমাদের দেশে এমন মানুষের অভাব নেই।

তেমনি অভাব নেই খারাপ কর্মের ও। নিজ স্থান থেকে আমরা যদি আসব পরিহার করতে পারি তাহলে সমাজ ,দেশ কতই না সুন্দর হয়ে যায়......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.