আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী আইনজীবীদের বৈশাখী মহড়া অনুষ্ঠিত

হাবিবকুল http://www.somewhereinblog.net/blog/habibcool
বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতিতে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এ সময় বারের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর করেছেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন সাধারণ সম্পাদক আতাউর রহমান খান মুক্তাসহ ৫ জন। আদালত চত্বরে পোস্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবী সমিতির সদস্যরা গতকাল দুপুরে এ ঘটনা ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। আইনজীবীরা জানান, বগুড়া জজ আদালত চত্বরে সাব-পোস্ট অফিস সোমবার জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান মুক্তা উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় দুপুর ১২টায় সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু জানতে চান বার সমিতির সাধারণ সম্পাদকের কাছে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এবং আওয়ামী আইনজীবীরা বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে হামলা চালিয়ে বারে ব্যাপক ভাংচুর করেন।

এ সময় বারের সাধারণ সম্পাদককে মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে বেলা দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শেষ পর্যায়ে বার ভবনের নিচতলায় শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি। আধা ঘন্ণ্টা পর্যন্ত হাতাহাতি চলাকালে অ্যাডভোকেট আবু জাবেদ জয় ও আতাউর রহমান রাজু আহত হন। পরে পুলিশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান থেকে বের করে দেয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। এদিকে বেলা ২টার দিকে আওয়ামী আইনজীবী সমিতি আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর ওপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের হামলার নিন্দা জানান। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.