আমাদের কথা খুঁজে নিন

   

আলোক রেখা



তিনটে কাঁটার ফাঁক গলে দিনগুলো সব চলে যায় রয়ে যায় স্মৃতির ঝরা পাতা। এ্যালবামের মাঝে চাপা পড়ে মাথাভরা ঝাঁকড়া চুল আর ছিপছিপে তনু, সে কালের কোন হাল ফ্যাশান। দুরন্ত গতিগুলো হারিয়ে যায় এদিক সেদিক ফুরিয়ে যায়, সে সময় না হলেও এখন মনে হয় বোধ হয় সুখীই ছিলাম তখন, কেন যে বুঝিনি তা একবারও। সুখগুলো যেন আংগুলের ফাঁক ফোকর বেয়ে মিহিন ধুলোর মত ঝরে পড়ে বাসা বাঁধে কোন আলোক চিত্রের বাঁধানো ফ্রেমের কোনায়। এখনও পারি না ছুঁতে সুখের আলোক রেখা হয়ত আলো ছোঁবার কিছু নয়, তাই সর্বক্ষন সঙ্গেই আছে তবুও শূণ্যতা, চারদিক শুধু ফাঁকা। আসলে সুখ বুঝি আমি ধরতে শিখিনি সুখগুলো হাঁটে তাদেরই খেয়ালে মিছিল করে, স্লোগান তোলে প্রতিবাদী কোন ছাত্র নেতার মত জোর করে দলে টেনে নিতে চায় হাবাগোবা এই আমাকে। অথচ নিজেকে কেবলই পিছিয়ে রাখি, আড়ালে থাকি। বুঝি সুখি হতেও সাহস লাগে বিদ্রোহী কোন নেতার মত। ২৩/৬/২০০৯ রাত ১০টা ২৯ মিনিট মিরপুর, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।