আমাদের কথা খুঁজে নিন

   

আলোক চিত্রকর



‘তুমি আলো দিয়া ছবি আঁকো চতুষ্কোণ সাদাকালো; বালিকারে ডাকো।‌‌‌‌‌’ আলোক চিত্রকর মোমবাতি সংগ্রহ করেন, আগুনে পোড়ান চুল, নখ এবং হরেক রঙতামাশাময় লেখাবলি; একটু অবশ অনুভূতি জাগে, একটু নিজেকে স্বৈরাচারী মনে হয়, তবু তিনি অ্যাশট্রেতে চোখ দেন, ফ্ল্যাশব্যাকে অতীতকালীন হাত, অতিবিষ্মিত পা, (অতি)কাছাকাছি ঠোঁট-প্রীতিপ্রেম ইত্যাদি ভাবদুর্ভাব ভাবনায় কষ্ট হয় না; কেবল সঙ্গমে গোঁজামিল ছিলো, মনে হয়- শরীর কেন্দ্রচ্যুত হলে বিকেন্দ্রীভূত রঙ এতো বেশী উত্তেজ আনে? সব পোড়ে। তোমার কৃত্রিম কলাকৌশল, প্রভৃতি হাইব্রিড স্বপ্নসকল; মমতা বিযুক্ত মৃৎনারী, তোমার নানামুখী অসুখ- পোড়ে। আধিপত্য গলিত হবার কালে ইতিউতি চায়। "এইসব কার কাছে আবশ্যিক ভালোবাসা পাবে"- আলোক চিত্রকর মূক ও বধির থাকেন; তার পুরাতন স্নায়ু, উত্তেজিত রসায়ন আবাসিক শ্মশানঘাটে অজৈব ছাই হয়ে যায়। কালচে কুন্ডল বালিকার উর্ধ্বাংশ শরীর উন্মুক্ত রাখে। চিত্রকর বুকের দক্ষিণাংশ আলো দিয়া আঁকেন। কলোনী:৩ ০৬.০৭.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।