আমাদের কথা খুঁজে নিন

   

তাঁত ব্যাবসা শুরু করব (সকলের সহযোগিতা আশা করি)

সৎ ভাবে উপার্জিত এক টাকা অসৎ ভাবে উপার্জিত কোটি টাকার চাইতেও অনেক মূল্যমান
১). একজন দক্ষ হাতে সুতা তুলছেন। ২). সুতার কাজ শেষ এবার সুতা বিছিয়ে দেয়া হচ্ছে কাপড় বুনার জন্য ৩). একজন মহিলা শ্রমিক শুরু করে দিয়েছেন কাপড় বুনার কাজ। ৪). অল্প বয়সের একজন শ্রমিক নিহুত হাতে লুঙ্গি বুনছে। ৫). পাওয়ার লুম এটা দিয়ে কিন্তু নিখুত কোন কিছু বুনা যায়না। কেবল নরমাল কাপড় বুনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

৬). আরো উন্নত পাওয়ার লুম ৭). ৬নং এর মত একটা পাওয়ার লুম ৮). অত্যাধুনিক মেশিন তাঁত বাংলাদেশের একটি ঐতিহ্য বাহী শিল্প, সাময়ের পরিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। হাতে গুনা কিছু এলাকাতে পাওয়াযাবে এই তাতের ঠক ঠক শব্দ। কি যে সুন্দর মার্জিত একটি শিল্প চোখে না দেখলে কল্পনাতেও আসবেনা। এক বন্ধুর নিমন্ত্রনে তাঁত দেখার ইচ্ছা জাগল, দিন তারিখ ঠিক করলাম যাবার জন্য কিন্তু ভাগ্যে ছিলনা যাওয়া আর হলনা। কিন্তু আমি থেমে থাকিনি, অনেক দিন চেষ্টার পর হয়ত সফল হতে যাচ্ছি।

বন্ধুকে সঙ্গে নিয়ে তৈরী করতে যাচ্ছি একটা তাঁত মিল। প্রথমত ৩টা পাওয়ার লুম এবং ৫টা তাঁত ( যা কারিগরেরা হাতের সাহায্যে চালায়) স্থান নির্বাচন করা হল টাঙ্গাইল ১ বিগা জমি আপাতত। এই ব্যবসা সম্পর্কে যে যতটুকু জানেন আমার সাথে যদি শেয়ার করতেন তা হলে অনেক উপকার হত। এই ব্যাবসার সাথে যদি কেহ জড়িত থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন। ছবি গুলা ইন্টারনেক থেকে সংগৃহীত
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.