আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলা



তুমি অশ্লেষে আঘাত হানো আমার হৃদয়ের গহীনে আমার চাষের ধান মাড়িয়ে চলে যাও সন্তপর্ণে। তুমি অকারণেই হাত বাড়াও আমার হাতের দিকে, আমি হাত বাড়ালেই বুঝি সবই হল ফিকে। তুমি নিতান্ত আবেশেও চাওনি আমার পানে, অতৃপ্ত এ দু’চোখ শুধু তোমার দিকেই টানে। তুমি আড়মোড়া দিয়ে ভাঙ জড়তার ছাপ, আমি সেই অগ্নিগিরিতে জেনে শুনে দিই ঝাঁপ। তুমি নাটাই হাতে ছেড়ে দাও আমায় তীব্র হাওয়ার স্রোতে আমি সইতে না পারি, বেদনার ছবি আঁকি মোর দু’ব্রুতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।