আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলা



তোমরা যারা আজ উচ্চ আসনে বহাল আছো, তারা নিচের মানুষগুলোকে কখনো অবহেলা করোনা। এমন কি তোমার চারপাশে যারাই তোমার চেয়ে মানের দিক থেকে একটু নিম্ন আছে তাদের কখনো তাচ্ছিল্য করোনা। আমি জানি কেউ অবহেলা করলে অথবা তাচ্ছিল্য করলে কারো মনের অবস্থা কি হয়! কেমন ঝড় বয়ে যায় তার মনের ভেতরে। সারা রাত ঘুমোতে পারেনা। খেতে পারেনা।

কিছুতেই স্বস্তি পায়না। চারপাশটা অন্ধকার হয়ে যায়। এমনকি কেউ মোবাইলেও কারো সাথে খারাপ আচরণ করলে তার দিন রাত অর্থহীন হয়ে যায়। তোমরা একবার ভেবে দেখো, তোমাদের অবস্থাও তারে মতো হতে পারতো। অথবা তাদের অবস্থাও তোমাদের মতো হতে পারতো।

অর্থের দিক থেকে, অথবা সম্মানের দিক থেকে তুমি একটু উচু আসনে আছো বলে কাউকে হিংসা করোনা। তোমার আসনও যে কোন সময় নড়বড়ে হয়ে যেতে পারে। সুতরাং মানুষকে ভালোবাসাটা খুবই জরুরী। সবাইকে আমাদের আদর করতে হবে। আমাদের আচরণটা হওয়া উচিত মার্জিত এবং শালীনতা সমৃদ্ধ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।