আমাদের কথা খুঁজে নিন

   

+1 বাটন এর জাদু!

স্বপ্নযাত্রা

Google নিয়ে এলো +1 বাটন। কি এই +1 বাটন? কি লাভ হবে আপনার এই +1 বাটন দিয়ে? আপনি যখন Google সার্চ ইন্জিনে কোনো তথ্য সার্চ দেন তখন Google সার্চ পেইজে যথাক্রমে ওয়েব সাইটগুলো দেখায়। সেখানে আপনার সেই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য হাজার হাজার পেইজ শো করে। হয় আপনি প্রথম পেইজে আপনার প্রয়োজনীয় সাইটটি পেয়ে জান আর না পেলে কয়েকটি পেইজ আপনাকে খুজতে হয়। Google সার্চ পেইজের, Ranking পেইজে আপনার সেই প্রয়োজনীয় সাইটটিকে উপরের সারিতে এগিয়ে রাখার জন্য এই +1 বাটন আপনাকে সাহায্য করবে।

কি মজার না ব্যাপারটা ! এখন প্রশ্ন হলো কিভাবে ব্যবহার করতে পারবেন এই Google +1 বাটন? বেশি কিছু লাগবে না। প্রথমে www.profiles.google.com -এ গিয়ে সাইন আপ্‌ করে Google profile-নামে আপনার একটা একাউন্ট open করুন। তারপর আরেকটি পেইজ open করে Google.com/ experimentalলিখে enter চাপ দিলে একটি পেইজ শো করবে। সেই পেইজের বাম পাশে +1 button লেখাটি থাকবে। এখন ডানে দেখুন Join this experiment নামে একটি বাটন আছে সেটা চাপুন।

বাটন চাপার পর বাটনের লেখাটি পরিবর্তন হয়ে leave লেখা দেখা দিবে। কয়েক মিনিটের মধ্যে আপনার Google profile পেইজে +1 button টি যোগ হবে। +1 button টি যোগ না হলে অসুবিধা নেই। দুদিন পর Google অটোমেটিক +1 button টি সচল করে দিবে। তখন আপনি Google সার্চ পেইজে আপনার পছন্দের সাইটটিকে সার্চ দিলেন দেখবেন সেই সাইটটির নামের শেষে ডানপাশে +1 button টি শো করছে।

সেখানে ক্লিক করুন আর আপনার পছন্দের সাইটটিকে Google সার্চ পেইজের শীর্ষস্থান গুলোতে রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.