আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে চুপ করেন খয়ের খা উকিলের গুষ্টি।।



বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক প্রশ্নের জবাবে পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন: ‘পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পেছনে যারা দায়ী, কেবল সেনা শাসনেই (মার্শাল ল’) তাদের বিচারসম্ভব। যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে। ধরে শাস্তি দেয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে।

কোর্ট কখনও নালিশকারীর পক্ষে থাকে না। ৯৬ সালে তো মামলা হয়েছিল। একটারও তো জাজমেন্ট হয়নি। এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়। এটা মার্শাল ল’তে হয়।

ধরে এনে, বিচার করে শাস্তি দেয়া যায়। এটাতো ডেমোক্রেসিতে হয় না। " কথাগুলো হয়তো politically incorrect কিন্তু বড়ো সত্য। । ভদ্রলোক এখানে সেনা শাসনকে তোয়াজ করছেন না বরং দেশের তথাকথিত গনতন্ত্র আর স্বাধীন (?) বিচার ব্যবস্হার ব্যার্থতার কথাই বলছেন।

অনেক ধণ্যবাদ জনাব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.