আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স এর বিশ বছর

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

লিনাক্স এর বিশ বছর হতে চলছে। শুরু বাস্তবে হয়েছিল সেই ১৯৯১ খৃঃ সালে। ঐ সালে লিনাস টরভাল্ড্স(লিনাক্স এর Source code এর মূল প্রনেতা ও উন্মুক্ত সফ্টওয়্যরের কোড দাতা)। স্কুল বয়স থেকেই ডায়াল মোডেম এর সাহায্যে "মিনিক্স" এর কম্পুটারে লগ ইন করে নানা ধরনের কৈশরিক কারিগরি কৌতুহল এর উত্তর খুঁজতে সময় ব্যয় করতেন। দিন রাত তার বাসার কক্ষে এই কাজ করতেন বলে, তার মা মনে করতেন এই ছেলের কোনদিন বিয়ে হবে না।

১৯৯১ খৃঃ সালে, ইন্টারনেটের হাটি হাটি পা পা যুগে ইমেইলের মাধ্যমে লিনাস টরভাল্ড্স কম্পুটার প্রেমি জগতকে জানান তার তৈরী লিনাক্স এর শিশুকে। তার বার্তাটি এরকম ছিলঃ- I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386(486) AT clones. যেহেতু এটা হ্যকার বিশ্বের জন্য জানান দেয়া "ডাউনলোড" কোড বর্ধন কর্তন ইত্যাদি বিশ্ব জুড়ে এক অচেনা স্বমন্বয়ে শুরু হোল। ১৯৯২ খৃঃ সালে লিনাস টরভাল্ড্স তার সেই অপারেটিং সিস্টেম GNU লাইসেন্স এর আওতায় ছেড়ে দেন। GNU তৈরী করেছিলেন "রিচার্ড স্টলম্যন"; আরেক গুরু যিনি উন্মুক্ত সফ্টওয়্যর কি ভাবে তৈরী ও ব্যবহৃত হবে তার নীতিমালা তৈরী করে আইনে পরিনত করেন যাতে কেউ উন্মুক্ত সফ্টওয়্যরের ধারনা ও ফলাফলকে কিনে নিয়ে একছচ্ছত্র ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার না করতে পারে। GNU র কারনে আমার ধারনা লিনাক্স কে কেউ কিনে নিতে পারে নি।

CopyLeft ও রিচার্ড স্টলম্যন এর করা। এর পর মূল্যহীন হওয়া সত্যেও লিনাক্সের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারেনি। ১৯৯৩ খৃঃ- স্ল্যকওয়্যার লিনাক্সের প্রথম বিতরনকারী। ১৯৯৬ খৃঃ- লিনাক্সের লোগো বা ম্যসকট উন্মোচন। ১৯৯৯ খৃঃ- রেড হ্যট লিনাক্সের আত্মপ্রকাশ।

2003 খৃঃ- আমেরিকার "বিজনেজ উইক" লিনাক্সকে "ব্যবসায়িক সাফল্য(?)" হিসেবে অভিহিত করে। ২০০৪ খৃঃ- ২০শে অক্টোবর উবুন্টুর আত্নপ্রকাশ । ২০১০ খৃঃ- লিনাক্স ভিত্তিক "এন্ড্রয়েট" এর আত্মপ্রকাশ। ২০১১ খৃঃ- লিনাক্স এর বিশ বছর এবং মূল্যহীন(?) এই বুদ্ধিজীবি সম্পদের CopyLeft এর আওতায় অগ্রযাত্রা কোথায় গিয়ে ঠেকবে, কেউ বলতে পারছে না। "জ্ঞান শেয়ার করলেই এর বর্ধন।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.