আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন-২০১১- কয়েকটি প্রশ্ন

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

১২ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী জেএসসি পরীক্ষা ২০১১ এর কুমিল্লা বোর্ডের আওতাধীন স্কুল সমূহের ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের প্রথম পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ ছাত্র/ছাত্রীদের বিস্তারিত তথ্য পত্রিকায় প্রদর্শিত নির্ধারিত ফরমে জমাদান পূর্বক নির্ধারিত ফি জমা দিয়ে SIF ফরম সংগ্রহ করবে। এ কাজের জন্য এ বোর্ডের আওতাধীন বিদ্যালয়সমূহকে ৮টি ভাগে বিভক্ত করে ১৭/০৪/২০১১ হতে ২৬/০৪/২০১১ এর মধ্যে নির্ধারিত দিবসে SIF ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহিত SIF ফরম পূরণ করে জমাদান করতে হবে ০২/০৫/২০১১ হতে ১১/০৫/২০১১ এর মধ্যে নির্ধারিত দিবসে।

এই রেজিস্ট্রেশনটিই এ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের প্রথম রেজিস্ট্রেশন এবং এখানে প্রদত্ত তথ্যের আলোকেই পরবর্তী সকল প্রয়োজনীয় ফরমে ছাত্র/ছাত্রীদের ব্যক্তিগত তথ্যাদি যেমন- নাম, পিতা ও মাতার নাম লিখতে হবে। তাই আমি মনে করি এ রেজিস্ট্রেশনটি নির্ভুলভাবে করা প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য অত্যাবশ্যক। সামান্য ভুল ত্রুটি তাকে পরবর্তীতে অবর্ণনীয় হয়রানীর মধ্যে ফেলবে। কারণ আমাদের দেশে যে কোন সার্টিফিকেটের সামান্য একটা ভুল সংশোধন করাও অত্যন্ত জটিল। এবিষয়ে আমি যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছি তা এখানে প্রশ্ন এবং আমার মতামতগুলো মন্তব্য আকারে তুলে ধরছি।

সম্মানিত ব্লগারগণের প্রতি অনুরোধ সঠিক তথ্য প্রদান করে আমাকে এবং সংশ্লিষ্ট সকলকে সহায়তা করুন। প্রশ্ন: ১। নামের প্রথমে মো: থাকলে তা কীভাবে লেখা উচিত? মো:/ মোহাম্মদ/ মুহাম্মদ ২। কেউ কেউ বলেন মো: শব্দটি না লেখাই ভালো- যেমনটি আরবরা করে থাকেন, কারণ তারা মোহাম্মদ শব্দটিকেই নাম হিসেবে ব্যবহার করেন। এ বিষয়টি মেনে নেয়া যায় কিনা? ৩।

জন্ম নিবন্ধন সনদে কোন ভুল থাকলে তা অনুসরন না করে সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করলে নিবন্ধন সনদের সাথে সাংঘর্ষিক হবে কিনা? যেমন- একজনের জন্ম নিবন্ধন সনদে ভুল বশত: লেখা হয়েছে শাহরিয়া পারভেজ, এখন যদি শাহরিয়ার লেখা হয় সমস্যা হবে কি? হলে সমাধানের উপায় কী? ৪। নিবন্ধন সনদে যদি ডাকনাম/ উপনাম/ বংশ ইত্যাদি থাকে রেজিষ্ট্রেশনের সময় তা বাদ দিলে কোন সমস্যা হবে কি? ৫। ইংরেজিতে আমরা সাধারণত MD. এভাবে মুহাম্মদ বুঝিয়ে থাকি। এটা কতটা যুক্তিযুক্ত বা শুদ্ধ? নাকি MUHAMMAD পুর্ণরূপে লেখা উচিত? মন্তব্য: ১। আমি মনে করি মুহাম্মদ লিখলে পূর্ণ রূপেই লেখা উচিত।

যেমন- বাংলায় মুহাম্মদ এবং ইংরেজিতে MUHAMMAD। ২। নাম যতটা সম্ভব ছোট হলেই ভালো। ৩। পিতা ও মাতার নাম অবশ্যই পিতার সার্টিফিকেট কিম্বা পাসপোর্ট (যদি থাকে) অনুযায়ী হতে হবে।

সম্মানীত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে প্রত্যেক শিক্ষার্থীর ত্রুটিমুক্ত রেজিষ্ট্রেশন নিশ্চিত করে আমাদের ভবিষ্যত নাগরিকদের অযথা হয়রানিমুক্ত রাখবেন এ আশাবাদ ব্যক্ত করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.