আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বছরে সেরা বন্ধুর এমন উপহারে সত্যি আমি আবিভুত এবং কৃতজ্ঞ।


আজকে সীমান্তে যখন গুলি দিয়ে আমার দেশের কিশোর মুন্নাকে গুলি করে হত্যা করছিল বিএসএফ তখন হয়তো আমাদের হাজারো উন্মাতাল কিশোর-যুবকরা ঢাবিতে মিনি স্কাট পরে শিল্পী তন্বির "শিলা কি জাওয়ানি..... " তে এতটাই বিভোর ছিলযে তাদের এসব নিয়ে চিন্তা করার সময়ও হয়তো ছিলনা। কারা আমাদের তরুণ সমাজকে এভাবে দেশপ্রেমশুন্য করছে তার প্রদর্শণী আজকের ঢাবিতে হওয়া কনসার্টি বলে দিচ্ছে। নিজস্ব সংস্কৃতিকে পদদলিত করে এমন এক জাতির সংস্কৃতিকে আমরা লালন পালন শুরু করেছি যারা কিনা দিনেরপর দিন আমাদেরকে লাশ উপহার দিয়ে যাচ্ছে বিশ্বস্ত বন্ধুর উপহার সরূপ। ইংরেজি বছরের ঠিক শুরুর দিনে একই ভাবে তারা হত্যা করেছিল এক বাংলাদেশীকে। আর আজকে বাংলা বছরের শুরুতেও তারা হত্যা করলো মাত্র ১৮ বছরে পৌঁছানো কিশোর মুন্নাকে। লজ্জাহীন এই জাতিযে পোশাকি দেশপ্রেমিক হয়ে পরেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। বাংলাদেশ দলের বিজয় উল্লাসে যেমন লাখো কোটি তরুণ রাস্তায় নেমে পড়ে তেমনি এমন বর্বর আর নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ঘরে বসে কেন? আমরা কি ফিলিস্তিন-কাশ্মির থেকে বিপদজনক অবস্থায় আছি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.