আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন ব্লগে শততম পোষ্ট..

আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... সামু তে লিখছি প্রায় ১বছর ৭মাস। সময় কিভাবে চলে যায়..!দেখতে দেখতে আজ শততম পোষ্ট লেখা হয়ে গেলো এটা আমার ১০১ তম পোষ্ট। প্রিন্ট মিডিয়াতে লিখে অভ্যস্ত আমার কাছে প্রথম প্রথম ব্লগে লিখতে বেশ খটকাই লাগতো বলা চলে! কিন্তু ধীরে ধীরে ভালো ভাবেই অভ্যস্ত হয়েছি। অন্যরকম একটা দুনিয়া এই ব্লগ সেটাও বুঝেছি... আজ ১০০তম পোষ্ট লেখা শেষে সবার জন্য একটা কবিতা দিচ্ছি,সেই সাথে সবার কাছে থেকে অনেক অনেক দোয়া,এবং সহযোগিতা আশা করছি,যেন আগামী পোষ্ট গুলো সবার জন্য পছন্দনীয় ভাবে লিখতে পারি,এবং সব সময় সবার শুভকামনা সাথে নিয়ে ব্লগে থাকতে পারি সবাইকে অনুরোধ করছি ভার্চিউয়্যালি একটু মিষ্টি মুখ করার জন্য তপ্ত নিঃশ্বাস অথবা করুন আক্ষেপ কিছুটা দুঃখবোধ,হতাশার গ্লানি, নাহ... থেমে থাকেনি কোন কিছুই থামিয়ে দিতে পারেনি কোন কিছুই শুধু থেমেছিলো 'কলম'! প্রাপ্তির উল্লাস,খানিকটা স্তিমিত কখনো চায়ের কাপে তৃপ্তির ছোঁয়া, কিছুটা অর্জন,কিছুটা পাওয়া হুম,ছিলো তা বটেই,তবে থেমেছিলো না অনেক অথবা কিছুটা সময় শুধু থেমেছিল 'কলম'! খানিকটা সময় পাখি হতে চেয়েছিলাম! উড়ে বেড়াতে চেয়েছিলাম তবে ডানা মেলে নয়, এখানে সেখানে নয়! শুধু মাটি থেকে অনেক উঁচুতে, আকাশ ছুঁতে নয়,শুধু নানা রঙ এর মেঘ দেখতে একটু নিঃশ্বাস নিতে বুক ভরে কিন্তু এখানে ও সময় থেমে ছিলো না, শুধু থেমেছিলো 'কলম'! সূচনায় অথবা সমাপনে,অথবা মধ্যখানে খানিকটা ভুলো মনে,খানিকটা অনুরোধে কখনো ইচ্ছায়,কখনো অনিচ্ছায়, আমি থেমেছিলাম, কিছু একটা খুঁজছিলাম,অথবা কিছু মুছে দিয়ে ছিলাম ভেবেছিলাম,এক রোখা পথে চলছি! নাহ... জীবনটা এক রেখায় চলে কোথায়?! না চলে সরলে না চলে আড়ালে বৃত্তাকারে ঘুরে ফিরে আসে কখনো পৃথিবী হয়ে তো কখনো সূর্য হয়ে! আমার 'কলম' খানা পরেছিল কলমদানীতেই আমার 'কলম' খানা থেমেছিল আমার হাতেই আমার 'কলম' খানা হেসেছিল আমার সাথেই কখনো রঙ্গিন কাগজ জুড়ে তো কখনো রঙ্গিন খাম, কখনো নীল জলছাপের স্মৃতিপাতা জুড়ে তো কখনো গোলাপী খামে অভিমান ভরে! আমার 'কলম' জেগে রয় আমার সাথেই কখনো রাত অবধী তো কখনো ভোরের আভায় কখনো শেষ বিকেলের হাসিতে তো কখনো নীরব সন্ধ্যায় আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... সময় থামেনি,থামেনি স্মৃতির বহর থেমে থাকেনি বেঁচে থাকা,অথবা অতীষ্ট প্রহর, শুধু থেমেছিল আমার 'কলম'... হয়ে আমার আমি,আমার সুখ-দুঃখের অনুভূতি আমার না বলা কথার পিয়ন,আমার হারানো স্মৃতির ভূবন,অথবা একলা পথের সাথী হয়ে, দুঃস্বপ্নের দিন পেড়িয়ে যতোই ছুটি স্বপ্ন দেখবো বলে আমার 'কলম' আমার সাথেই থাকে নীরব বন্ধু হয়ে! [উৎসর্গঃআমার 'কলম' বন্ধুদেরকে যাদের কাছ থেকে অনেক ভালোবাসা আর উৎসাহ পেয়েছি,নতুন করে বাঁচতে শিখেছি,আরেকবার হাসতে শিখেছি... ]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.