আমাদের কথা খুঁজে নিন

   

আশার কোন শেষ নাই।

লেখা পড়া নিয়ে খুব চাপে আছি

আমার ভাবনার কোন প্রান্ত বিন্দু নাই । আজ এটা ভাবী তো কাল সেটা। আজ ভাবী এটা করবো কাল আবার অন্য টা। আসলে আশা এবং প্রচেষ্টার সম্ননয় না হলে সফলতা আসে না । যেমন আমার বেলায় হলো আমি ভেবেছিলাম ডাক্তার হবো উপযুক্ত প্রচেষ্টার অভাবে আমার আশা পুর্নতা পেলনা ।

এখন আবার ভাবছি মানূষের সব আশা পুরণ হয়না । কিন্তু আমি কেন আমার স্বপ্ন পুরন করতে পারলামনা?কোথায় আমার ভুল ছিল?ভাল ভাবেই তো লেখা পড়া করলাম অনেক কষ্ট করলাম পরিবারের সবাইকে দুরে রেখে একা একা ম্যাচে থেকে লেখাপড়া করলাম তারপরও পারলামনা। এটা কি আমার ভাগ্য?তাই বা বিশ্বাস করবো কিভাবে? মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়। ভাবতে ইচ্ছা হয় আমার দ্বারা কিছু কছু হবেনা। কিন্তূ আবার একটা চিন্তা মাথায় আসে নাহ; এভাবে আশা ছাড়লে হবে না আমাকে কিছু একটা করতেই হবে।

তাই এবার ভরতি হলাম ইউনিভার সিটি কচিং এ। এবারও ট্রাই করবো ষদি টিকে যাই। অব্স্য ভরতির সুযোগ পেয়ে ছিলাম বিষয় ভাল লাগেনি তাই ভরতি হলাম না। আমার বাবা বলেছিল প্রাইভেট মেডিকেলে ভরতি হতে অনেক টাকা লাগে । পাশ করে বের হলেও মানুষের সেবার চেয়ে টাকা কমানোর ধান্দাই থাকবে বেশী।

তাই বাদ দিলাম। এখন ভাবী……………………….

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।