আমাদের কথা খুঁজে নিন

   

"আশার খেয়া,



-কি এখনো রাগ করে আছো নাকি? -কেন, তোমার উপর কি রাগ করা যাবেনা? -কে বলেছে যাবেনা? অবশ্যই যাবে, তোমার যত খুশি রাগ করবে দেখি কে বারন দেই? -যাহ্‌, সব জিনিস নিয়ে মজা করা তোমার একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। -আচ্ছা যাও আর মজা করবোনা, এখনো চুপচাপ থাকবা? কিছু বলো, বুঝেছি রাগ কমেনি... -আরে না, চিন্তা করছি, -কি চিন্তা করছো জানু? - চিন্তা করছি, একদিন আমাদের বিয়ে হবে সংসার হবে, সন্তান হবে এসব... - তাই? চলো এখনি তোমার আশা পুরন করে দিচ্ছি, -মানে? -মানে বিয়ে করবো তোমায়? কি করবেনা? -বললেই হলো বিয়ে করি? #রাখবে কোথায়? খাওয়াবে কি? এখনো তো একটা চাকরি ম্যানেজ করতে পারলে না... -সেটাও একটা কথা, অসুবিধা নেই ম্যানেজ হয়ে যাবে। -কবে ম্যানেজ হবে? ৬ মাস ধরে তো একি কথা বলছো, আমার বিয়ের পর ম্যানেজ কইরো। -আরে হবে হবে, একটা কম্পানির সাথে কথা চলতেছে খুব শীঘ্রই হয়ে যাবে। -থাকো তুমি তোমার কোম্পানি নিয়ে, আমি চললাম... -এই রিয়া, যেওনা দাড়াও? প্লিজ, কোই চললে.. -যেদিন একটা চাকরী পাবে #সেদিন দেখা করবে এর আগে নয়, চললাম...বাঁই... -মাথার উপরে খোলা আকাশ। আকাশের দিকে তাকিয়ে আছে নিলয়, মাথার উপরে রাজ্যের টেনশন। কবে একটা চাকরী পাবো? কবে রিয়াকে আপন করে পাবো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।