আমাদের কথা খুঁজে নিন

   

দুজনের অভিন্ন চ্যালেঞ্জ

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

জয়ী দলের পুরস্কার বিশ্রাম। পরাজিত দলের কঠোর অনুশীলন। সিরিজের সূচিটা ঠাসাঠাসি হলে এটি প্রায় নিয়ম। সে হিসাবে তো উল্টো পথে হাঁটছে এবার বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে হারের পর আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। গোটা কয়েক শিষ্যকে তাও ঐচ্ছিক অনুশীলনে নিয়ে এসেছিলেন জেমি সিডন্স। কাল কোচও এলেন না। এলেন কেবল দুজন। ফেরার লড়াইয়ে থাকা দ্বয়ী।

শাহরিয়ার নাফীস ও অলক কাপালি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল এসেছিলেন বোর্ড সভার জন্য। দুজনকে ড্রেসিংরুমের সামনে দেখে মাঠে চলে আসেন তিনি। ভেবেছিলেন, পুরো দলেরই অনুশীলন। তাঁদের সঙ্গে দেখা করা, অনুপ্রেরণাদায়ী কথা বলার জন্যই এসেছিলেন মোস্তফা কামাল।

পরে দেখলেন কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদকে নিয়ে এসেছেন কেবল নাফীস ও কাপালি। তাঁদের সঙ্গে এরপর বোর্ড সভাপতির দীর্ঘ কথোপকথন। বিষয় কৌতূহলোদ্দীপক কিছু না। সবার মাঝে যে উজ্জীবনী মন্ত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল, সেটি ছড়িয়ে দিয়েছেন ওই দুজনের মধ্যে। এমনিতে অবশ্য নাফীস ও কাপালির প্রেরণার অভাব নেই।

একটা সময় বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা ছিলেন তাঁরা। দলের সবাই যখন ব্যাট হাতে খাবি খেত, তাঁরা দাঁড়িয়ে যেতেন হিমালয়ের দৃঢ়তায়। বুক চিতিয়ে লড়াই করতেন বাঘা বাঘা সব বোলারের সঙ্গে। কিন্তু সময়ের পরিক্রমায় একসময় যে কি হলো! নাফীস-কাপালির ব্যাটের সঙ্গে আড়ি হয়ে গেল রানের। খানিকটা দিশেহারা, অনেকটা কক্ষচ্যুত হয়ে পড়লেন তাঁরা।

আইসিএল দুঃস্বপ্নে যোগ হলো নতুন মাত্রা। সেখান থেকে আবার যে জাতীয় দলে ফিরবেন, এ বিশ্বাসটা বোধকরি নিজেদের ভেতর থেকেও উবে গিয়েছিল কর্পূরের মতো। সেই নাফীস ও কাপালি ফিরলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ইনজুরির সুবাদে নাফীস। আর বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় চলতি সিরিজে কাপালি।

বিশ্বকাপ স্কোয়াড এবং এই সিরিজে খেললেও দলে নাফীসের জায়গাটা এখনো নড়বড়ে। আর কাপালি তো মাঠে নামারই সুযোগ পেলেন না। দুজনের জন্যই তাই আজ শেষ ম্যাচটায় অভিন্ন চ্যালেঞ্জ। এ কারণেই দলের সবাই বিশ্রামে থাকলেও ঠিক ঠিক মাঠে চলে এসেছেন তাঁরা। পড়ন্ত দুপুরে নক করেছেন প্রায় ঘণ্টাখানেক।

পূর্ণ প্রস্তুতি নিয়েই তাই আজ মাঠে নামার জন্য তৈরি তাঁরা। আগের ম্যাচে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন নাফীস। আজকের একাদশে তাঁর থাকা নিয়ে সংশয় নেই কোনো। এ কারণে প্রস্তুতি নিয়ে রাখছেন শতভাগ। দলের বেশির ভাগ অনুশীলন না করলেও নিজের প্র্যাকটিসের কারণটা সেভাবেই জানিয়েছেন তিনি, 'ম্যাচের আগের দিন আমি সব সময়ই প্র্যাকটিস করি।

নইলে মনে হয় প্রস্তুতিটা ঠিক যেন হলো না। অলকও দেখলাম আসতে চাইছে। এ কারণে নাসু ভাইকে (নাসির আহমেদ) নিয়ে চলে এলাম। ' আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও ঠিক সন্তুষ্ট নন তিনি, 'যেভাবে আউট হয়েছি, সেটি হতাশার। চেষ্টা করব পরের ম্যাচে ভালো শুরু পেলে যেন সেটিকে অনেক বড় ইনিংস করতে পারি।

' কাপালির ভালো শুরু হওয়া পরের ব্যাপার। আগে তো তাকে সুযোগ পেতে হবে। আগের দুই ম্যাচেও পূর্ণ প্রস্তুতি নিয়ে একাদশে থাকতে পারেননি। আজকের ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা বলতে তাই তাঁর অনীহা, 'পরিকল্পনা করে কী হবে! পরে সুযোগ না পেলে শুধু শুধু মনটা খারাপ হবে। তবে এটি ঠিক, আমি শতভাগ প্রস্তুত থাকব।

দলের প্রয়োজন হলেই আমি খেলার জন্য তৈরি। ' জেমি সিডন্স এমনিতে কাপালির ব্যাটিংয়ের ভক্ত। নেটে তাঁকে নিয়ে আলাদা করে কোচ করছেন বলে জানালেন তিনি, 'জেমি সব সময়ই বলে যে আমার হাতে অনেক স্ট্রোক আছে। ম্যাচে সেগুলো ঠিকঠাক করে খেলতে পারলেই হয়। উনি আমার ফুটওয়ার্ক নিয়ে কিছু কাজ করছেন।

আমারও মনে হয়, সেটি মেনে চলতে পারলে হয়তো ব্যাটিংটা আরো ভালো হবে। ' তবে কাপালি তো শুধু ব্যাটসম্যান না, বোলারও। আর নেটে সেই লেগস্পিনও অনুশীলন করছেন নিয়মিত। ফিটনেস নিয়ে যে সংশয় ছিল, সেটিও আর নেই বলে জানিয়েছেন প্রজন্মের অন্যতম প্রতিভাবান এ অলরাউন্ডার, 'প্রিমিয়ার লিগের সময়ই আমি ফিটনেস নিয়ে অনেক খেটেছি। আর জাতীয় দলের ক্যাম্পে তো সুযোগ-সুবিধা খুব ভালো।

এখানেও কঠোর পরিশ্রম করছি। ফিটনেসটা তাই আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো বলেই আমার বিশ্বাস। ' প্রথম দুই ম্যাচের অমন অসহায় হারের পর শেষ ম্যাচে অলক কাপালির অলরাউন্ড সামর্থ্যের ওপর আস্থা রাখার কথা টিম ম্যানেজমেন্টের। সে ক্ষেত্রে হয়তো রকিবুল হাসান কিংবা সোহরাওয়ার্দী শুভকে আজ থাকতে হবে একাদশের বাইরে। সুযোগ পেলে কাপালির ফিরে আসার মঞ্চটা কেমন হয়, সেটি দেখতে উন্মুখ হয়ে আছে টিম ম্যানজমেন্ট।

কাপালি 'ক্লিক' করলে যে দলের অনেক সমস্যার সমাধানই হয়ে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.