আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা প্যাচাল সরকারের নির্বাচনী ওয়াদা কতটুকু সফল।

দুনিয়াতে ভাল আর খারাপ বলতে কিছু নাই আছে বোকা আর চালাক

আজকে আমরা সবাই আমাদের দ্বারা নির্বাচিত সরকারকে বিভিন্ন ভাষায় গালাগালি করি। কিন্তু আমার মনে হয় সরকার তার নির্বাচিত ওয়াদা রাখতে পুরোপুরি সফল। কিভাবে? আ'লীগ বলছিল এদেশরে ডিজিটাল বানাইব এতে সরকার পুরোপুরি সফল। আমরা বেকুব বাঙ্গালী না বুইঝাই সরকাররে গালি দেই। বাংলাদেশরে আ'লীগ সরকার পুরোপুরি ডিজিটাল বানাইছে।

কেমনে? কম্পিউটার কাজ করে ডিজিটালি। এর বেইজ হইল গিয়া ১ আর ০। মানে সিগণ্যাল একবার আছে একবার নাই। এহন কারেন্ট, পানি আর গ্যাসের সিস্টেম হইল ১ ঘন্টা থাকে ১ ঘন্টা থাকে না। মানে সিগণ্যাল একবার আছে একবার নাই।

পুরাপুরি ডিজিটাল। আ'লীগ বলছিল এদেশের প্রতি ঘরে ঘরে একজন হইলেও চাকরীজীবি থাকবো। এহন ভাই চাকরীর যোগ্যতা হইল আফনারে আ'লীগ এর ডিজিটাল সন্তান অইতে অইবো। আপনার কি যোগ্যতা আছে? না থাকলে সরকারের দোষ কি? যোগ্যতা না থাকলে চাকরী চান কিল্যাইগা। তারফর ধরেন গিয়া যেহেতু আ'লীগ সরকার চাকরী দেওনের লাইগা লোক খুইজা পাইতেছেনা বেবাকতে যাইয়া শেয়ার বিজিনিস করবার লাগসে তো এহন কি করা যায়।

দিলো ওইডাত ধস নামাইয়া। বেকুব বাঙ্গালী তোরা যাবি কই আয় আইয়া চাকরী কর। আরও প্রমান ফরে দিমুয়ানে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।