আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধনের স্বাদ....

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
অন্ধকার ধীরে পাখির ডানার মত ঘিরে ফেলছে দৃষ্টি। সীমায় তখন ছোপ দাগ ছাড়া কিছু নেই। যেন আর কিছু থাকতেও নেই। সুরিয়াদের বাড়ির সেই ছেলেটির মত মাঝে মাঝে যেন তার হারিয়ে যাওয়ায় স্বভাব। কে কখন কোথায় দেখে ফেলে এত কিছু কি আর ভাবা যায়! তাই অন্ধকার থেমে নেই।

নেমে আসে নিজ মনে কুন্ডলতার মত পাকিয়ে পাকিয়ে। হাত বাড়ালেই সূর্যমুখী, তবু শিরায় টান পড়ে পিছু হঠতে শুরু করে নরম কন্ঠস্বর। এমন কোমল হলুদ শুধু পাখির ডানায় আছে। পাহাড়ে পাহাড়ে যার রোদগুলো ছায়া হয়ে যায়। বালিশে মুখ চেপে বেদনা কাঁদে।

যদি তার চিৎকারে কিচমিচ করে ওঠে, শিকার পালিয়ে যায়! বেজী মুখে নিয়ে আসে সাঁড়াশীর হুঙ্কার! কিছুই হবেনা যদিও,সবসময়ে যা হয়েছে... শুধু মৃত মানুষের জানাযার মত দ্রুত শেষ হয়ে যাবে দিন,ভোটের ব্যালটে ছাপার অক্ষরে পাশ করে যাবে অনাকাঙ্খিত ঠাশবুনটের ঝাঁক। দিন গলে যায় আইসক্রিমের মত। এভাবে দিন শেষে বছর পর এরকম এক রাতে যদি আবোল তাবোল লিখতে থাকে পালকের পাতা,তবে বুঝে নিও কবিতার মৃত্যু নেই। মনির পাহাড় থেকে ভেসে আসা গোঙানীর তেজ জলা বেয়ে নামবে ফুরসত পেলেই। সবুজ ছাউনীর তলে দুরন্তের বাস।

এখন হাত দুটো দাও। দু'হাতে জাপটে ধরি,তারপর আঁচড় কেটে তোমাকে দেখাই মুলকীর কান্নাতে সময়ের কিছু যায় আসেনা। সে ঠিকই পোষ না মানা পাখির মত সুযোগ পেলে পালিয়ে যায়। বেহুদা মুক্তির কথা বলে রাজবন্দীর মত মূঢ় হয়ে বসে থাকো তুমি, জানোনা তো বন্ধনের সেকি দুর্দান্ত স্বাদ!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.