আমাদের কথা খুঁজে নিন

   

মজবুত বন্ধনের জন্য চার বিষয়কে 'না'

মানুষকে স্বভাবতই কারো না কারো মাঝে আশ্রয় খুঁজে নিতে হয়। আবার অতি তুচ্ছ কিছু ভুলের জন্য মানুষকে তার আশ্রয় হারাতে হয়। বিশেষ করে বিবাহিত জীবনে ছোট ছোট ভুল থেকে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়।

হাফিংটন পোস্টের মতে, নিয়মিত স্রেফ ধন্যবাদ না দেওয়ার মতো খুব তুচ্ছ কিছু ব্যাপার বিবাহ বিচ্ছেদের মতো ঘটনার সূত্রপাত করতে পারে। তাই দৈনন্দিন জীবনের যে কাজগুলোর জন্য আপনার দাম্পত্য পার্টনার প্রশংসা পাওয়ার দাবি রাখে সে সব ক্ষেত্রে তার প্রশংসা করা এবং ধন্যবাদ জানানো জরুরি।

একইভাবে যখন কোন নির্দিষ্ট বিষয়ে দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয় তখন বাদানুবাদ যাতে ঐ নির্দিষ্ট বিষয়ের বাহিরে না যায় সেদিকে দুজনের সতর্ক মনোযোগ রাখতে হবে। কোনভাবেই এক বিষয়ে কথা বলতে গিয়ে অপরাপর বিষয় নিয়ে টানা-হেচড়া করা যাবে না।

উভয়েরই বিয়ের মতো বন্দনের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকতে হবে। চূড়ান্তভাবে ডিভোর্সের সিদ্ধান্ত না নেওয়ার আগে সাধারণ ঝগড়ায় ডিভোর্সকে টেনে আনা সমীচীন না।

পরস্পরকে সময় দেওয়ার ব্যাপারে দুজনেরই সমান আন্তরিক হতে হবে।

পারলে খুটিঁনাটি কেনাকাটায়ও পরস্পরকে সঙ্গ দেওয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.