আমাদের কথা খুঁজে নিন

   

অপমৃত্যু...

জীবন বদলায়, রূপকথা বদলায় না......

কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ঘটনার আকস্মিকতায় পুরো বোবা হয়ে গেছি যেন। Accident টার পরে কি হয়েছিল কিছুই মনে নেই। কাঁচে ঘেরা একটা রুমে শুয়ে আছি আমি। কাউকে আশে-পাশে কোথাও দেখতে পাচ্ছি না।

বাহির থেকে কিছু মানুষের কথা শোনা যাচ্ছে...আর শোনা যাচ্ছে কিছু ব্যস্ত মানুষের পদধ্বণি। মাথায় প্রচণ্ড ব্যথা...খুব ভারী হয়ে আছে মাথাটা...। ব্যথাটা কি মাথায় পেয়েছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। রাহাত আর আমি রিক্সায় চড়ে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড কথা-কাটাকাটি হলো ওর সাথে।

রিক্সাওয়ালা মামাকে রিক্সাটা থামাতে বললাম। কিন্তু রাহাত নিষেধ করার কারণে উনি রিক্সা থামালেন না। মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেল। তাই রাহাত কিছু বুঝে উঠার আগেই চলন্ত রিক্সা থেকেই আইল্যান্ডে লাফ দিলাম। কিন্তু পড়ে গিয়ে মাথাটা ঠুকলো আইল্যান্ডে।

মুহুর্তেই মাথা থেকে গলগল করে রক্ত বের হয়ে এল। রাহাত দৌড়ে এসে আমার মাথাটা ওর কোলে তুলে নিল। রক্তে তখন ভেসে যাচ্ছি আমি। ও আমার মাথাটা তোলার সাথে সাথেই বমি করে দিলাম। তারপর আর কিছুই মনে নেই।

আচ্ছা, রাহাত এখন কোথায়? ও-ই কি তবে আমাকে হাসপাতালে ভর্তি করে দিল? ও কি এখন বাহিরে আছে? আমার বাবা-মা কি খবর পেয়েছে? নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে। না জানি বাবা-মা রাহাতকে কি না কি বলে। ওর তো কোন দোষ নেই...আমিই না রাগারাগি করে... চারদিন পরঃ গত চারদিন ধরে আমি কোমায় ছিলাম। কোন sense ছিল না। আজ কিছুক্ষণ হল জ্ঞান ফিরেছে আমার।

মাথায় এখনও প্রচণ্ড ব্যথা। রাহাত এসেছিল কি না জানি না। এই মুহুর্তে আমি আম্মুর হাতটা ধরে বসে আছি। কত কষ্টই না তোমাকে দিলাম আম্মু। আর দেবোনা।

আমার সময় শেষ হয়ে এসেছে। আমি বুঝতে পারছি। তুমি কেঁদো না মা। এই শেষ মুহুর্তে আমাকে হাসি-মুখে বিদায় দাও মা। আমি যাচ্ছি।

লেখাটা আমার এক বন্ধুকে উৎসর্গ করলাম। এইচ.এস.সি পরীক্ষার ৯ দিন আগে যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। খবরটা পেয়ে ছেলেটা এসেছিল কি না জানি না। ওর মৃত্যুর পর যখন ওদের বাসায় গেলাম...শুনেছিলাম ওর ভাই পুলিশে খবর দিয়েছে...ছেলেটার বাসায় গিয়েছিল পুলিশ...কিন্তু তাকে খুঁজে পায়নি... ওই মুহুর্তে ছেলেটার মনের অবস্থা কেমন ছিল জানি না...তবে খুব খারাপ লেগেছিল তার জন্য...এমনটা না হলেও পারতো... দারুন চঞ্চল যেই মেয়েটা ক্লাসে থাকা না থাকার উপর ক্লাসের শান্ত থাকা নির্ভর করত...মৃত্যুর পূর্বমুহুর্তে তার কি মনে হয়েছিল সেটাই নিজের কল্পনায় আঁকার চেষ্টা করেছিলাম। জানি না আদৌ সে এইসব ভেবেছিল কিনা? আজকে কেন জানি তোর কথা খুব মনে পড়ছে দোস্ত...তাই লিখে ফেললাম... ভালো থাকিস...আল্লাহ তোর আত্মাকে শান্তি দান করুক...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।