আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী বিপ্লবী এবং আমাদের দেশের ক্ষ্যাত রা

আজিজ মার্কেট থেকে চে গুয়েভারার ছবি ওয়ালা পোশাক কিনল । বিভিন্ন সময় পোশাক টা পরল । কথায় কথায় চে গুয়েভারা কিংবা অন্যান্য বিপ্লবীদের টেনে আনে । -বাহ্ ছেলে/মেয়েটা কত্ত আধুনিক । ওকে দিয়েই হবে ।

বঙ্গবন্ধু কিংবা জিয়া ,শেরে বাংলা কিংবা ভাসানীর ছবি ওয়ালা একটা পোশাক । দেশের স্বাধীনতায় অবদান রাখা ব্যক্তিদের কথা বলে । -পোলা/মাইয়া টা একেবারে ক্ষ্যাত । এদের কারনেই দেশের এই অবস্থা । বিশ্বকাপ খেলা চলছে ।

প্রতিটা বাড়ির ছাদে ব্রাজিল/আর্জেন্টিনার পতাকা । কিছু উত্‍সাহী মানুষের রাস্তায় পতাকা অংকন । -বাহ বাহ । ওরা কত খেলা পাগল । জীবন-মরন বাজি রেখে দলকে সাপোর্ট করতেছে ।

বিজয় দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন । লাল-সবুজ পোশাক পরা । দেশের গান বাজানো । ৭১ এর সাথে মিল রেখে ২ মার্চ সারা দেশে পতাকা উত্তোলন । -লোক দেখানো দেশপ্রেমিক ।

সব ক্ষ্যাত মার্কা পোশাক । পতাকা উড়াস ,দিলাম একটা মামলা মাইরা । এই হচ্ছে দেশের অবস্থা । দেশের সংস্কৃতি মানলেই আমরা ক্ষ্যাত । অসুবিধা নাই ,আমার বাবা মাঠে কাজ করেন ।

আমিও মাঠে/ক্ষেতে কাজ করি ,ফসল ফলাই। ক্ষ্যাত বললে আমাদের ভালোই লাগে । [চে গুয়েভারা কিংবা ব্রাজিল/আর্জেন্টিনা কে হেয় করা লেখার উদ্দেশ্য না । ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।