আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী কৌতুক

!!!
বিচারের রায় ঘোষণার পূর্বে জাজ সাহেবের নিকট আসামীকে পরিচিত মনে হল। তিনি আসামীর পূর্বের রেকর্ড চেক করে দেখলেন যে আসামী একজন জাত অপরাধী। তবে বিগত পাঁচ বছরে আসামীর কোন সাজা হয়নি। বিভ্রান্ত হয়ে জাজ সাহেব আসামীকে জিজ্ঞেস করলেন, “তোমার পক্ষে বিগত পাঁচ বছর কীভাবে সাজা এড়ানো সম্ভব হলো?” “আমি জেলে ছিলাম,” আসামী জবাব দিল। “আপনার সেটা জানা উচিত- কারণ আপনিইতো আমাকে জেলে পাঠিয়েছিলেন।

” “এটা অসম্ভব,” জাজ সাহেব বললেন। “আমি তখন জাজ ছিলামই না। ” “না, আপনি তখন জাজ ছিলেন না। ”, উত্তর দিল আসামী, “আপনি তখন আমার উকিল ছিলেন। ” মহিলার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে দেখে প্লেনের সহযাত্রী জানতে চাইলে, “আপনার কি কোন সমস্যা হচ্ছে?” “শেষকৃত্য করার জন্য আমার স্বামীর দেহভস্ম নিয়ে মিশিগান যাচ্ছি,” মহিলা উত্তর দিলেন, “এবং খুব খারাপ লাগছে এই মনে করে যে এটাই আমাদের একত্রে শেষ ভ্রমন।

” “২০ বছর ধরে আমার একটা ঘোড়া ছিল এবং মাত্র গত সপ্তাহে তাকে কবর দিয়েছি” সহযাত্রী বললেন, “অতএব আপনার মনের অবস্হা আমি খুব ভাল অনুভব করতে পারছি। ” এয়ারফোর্স অফিসার জন’কে বিদেশে পোস্টিং দেয়ার পর অফিসারের ছোট্ট মেয়ের বান্ধবী জানতে চাইলো তিনি কোথায় যাচ্ছেন। জন বললেন, “গুয়ানতোনামো বে। ” “ও মাই গড। ”, মেয়ের বান্ধবী চিৎকার দিয়ে উঠলো, “আপনি কী করেছেন?” অস্ত্রসহ ডাকাতি করার জন্য বিচারের শেষ পর্যায়ে জুরি অভিমত দিলেন, “আসামী নির্দোষ।

” আসামী দাড়িয়ে উঠে চিৎকার করে বললো, “তার মানে টাকাগুলো আমি নিজের কাছেই রাখতে পারবো!?” _______________ নেট থেকে সংগৃহীত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।