আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জাহীন Destiny অতঃপর বাশ সমাচার

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

বিগত বেশ কিছুদিন আগে আমি Destiny নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছিলাম। Click This Link Click This Link গত কয়েক দিনে আমার সেই কাজিনদের একজন আমাকে বার বার ফোন দিচ্ছিল। আমি ব্যস্থ কিংবা পড়াশোনা নিয়ে ব্যস্থ আছি এই কথা বলে পার পেয়ে গিয়েছিলাম। তারপরও সে আমার পিছু ছাড়ে নাই। সাধারণত Destiny যারা করে তাদের প্রধাণ বৈশিষ্টই হইলো হুট করে ফোন দিয়ে আপনাকে অমুক্ জায়গায় আসতে বলবে কিংবা ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলবে।

আসলে কোথায় যে নিয়ে যাচ্ছে বা আপনাকে কেন ডাকছে সেটা তারা কখনই বলবে না। আমার কাজিনও সেই একই ব্যবস্থায় আমাকে ডেকে নিতে চেয়েছিল। একদিন ফোন করে বলেছিল যে আমার জন্য নাকি টিকেট করে রেখেছে। আমাকে আগারগাও যেতে হবে। শুনেই মেজাজ চরম হয়ে গিয়েছিল।

ইউনিভার্সিটি তে ক্লাস আছে বলে সেদিনের মত পার পেয়েছিলাম আর তাকে বলেছিলাম আমাকে না জানিয়ে হুট করে আবার কিসের টিকেট কেটেছেন। যদিও আমি বুঝতে পেরেছিলাম তার ধান্ধাবাজি। এইবার আসি আজকে শুক্রবার দুপুর এর কথায়। কাজিন ফোন দিয়েছে। সেঃ হেলো, খবর কি? আমিঃ ভাল, আপনি? সেঃ ভাল।

আচ্ছা ব্যস্থ নাকি? আমিঃ হ্যা, কিছুটা। সেঃ বা, বা!!! তা বাসায় নাকি? আমিঃ হ্যা বাসাতেই। ব্যস্থ আছি একটু। সেঃ তুমি কি ৬ টায় ফ্রী আছো? তাহলে তোমাকে শেরাটন হোটেল এ আসতে বলতাম। আমিঃ (কাহিনি কিন্তু বুইঝা গেসি আগেই) না সময় নাই রে ভাই।

কেন? আপনাদের ওই Destiny Festiny এর কনফারেন্স তো? সেঃ আগে থেকেই এত কিছু বল কেন? আমিঃ আমি যাবো না ওখানে। আপনারাই যান। সেঃ কেন চল। আমিঃ ভাই, এইসব আমারে বইলা লাভ নাই। এইসব জানা আছে আমার।

যারা জানে না তাদের নিয়া যান। বয়স তো কম হয় নাই আমার। সব বুঝি। সেঃ আমার থেকে কি বেশি বয়স হইসে? আমিঃ আপনার থেকে বেশি না হইলেও যা বয়স হইসে তাও কিন্তু কম না। কিন্তু এই বয়সেই সব জানা আছে।

সেঃ আচ্ছা। এরপর লাইন এ প্রব্লেম করছিল বিধায় আমি হেলো হেলো করতে করতেই লাইনটা তাকে না বলেই কেটে দিয়েছি। আহ!!! কি মজা পাচ্ছিলাম তখন। বাশ দিলাম একটা ভাল মতই। হুররেরেরেরে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।