আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় রংপুর আ. লীগ

প্রধানমন্ত্রী রংপুরের পীরগঞ্জে তার নিজের নির্বাচনী এলাকা সফরের দু’দিন আগে সোমবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি জানান দলের জেলা  নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রী ২০০৮ সালে রংপুর-৬ পীরগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর পীরগঞ্জে এটি তার তৃতীয় সফর। পীরগঞ্জ প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িও।
আগামী বুধবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে শেখ সায়মা হোসেন পুতুলও যাবেন বলে সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগ নেতারা।


পীরগঞ্জে বাবা প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না- সাংবাদিকরা ওই এলাকার আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চান।
উত্তরে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, “এটা নেত্রীর (প্রধানমন্ত্রী) নিজস্ব ব্যাপার। তিনি আগামী নির্বাচনে এ আসন থেকে আবার নির্বাচন করবেন, নাকি সেখানে জয় বা অন্য কাউকে মনোনয়ন দেবেন, এটা একান্তই নেত্রীর ব্যক্তিগত ব্যাপার। ”
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়ার বাড়িতে অবস্থান করবেন। সেখানে তিনি স্বামীর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।


বেলা ২টায় প্রধানমন্ত্রী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতু, জেলা পরিষদ ডাকবাংলো এবং রংপুর নগরীতে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিস্থাপন করবেন বলে জানান জেলা প্রশাসক।
এদিকে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, ২০১১ সালে ৮ জানুয়ারি রংপুরে প্রথম সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে চারটি পূর্ণ বাস্তবায়ন হয়েছে এবং দুটির কাজ চলছে।


আগামী নির্বাচনকে সামনে রেখে বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান আওয়ামী লীগ নেতারা।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন মণ্ডল মওলাও সংবাদ সম্মেলনে ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.