আমাদের কথা খুঁজে নিন

   

নিউটনের গতির ১ম সুত্রটি কি কাল্পনিক?!

''প্রভু, ভুল ভেঙ্গে দাও; যে ভুলে তোমারে ভুলি, হিরা ফেলে কাচ তুলি, আমার সেই ভুল তুমি ভেঙ্গে দাও প্রভু।''

নিউটনের গতির ১ম সুত্র মতে ‘বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে ।’ ১ম কল্পনাঃ ‘বাহ্যিক কোনো বল না থাকা’ মহাবিশ্বে এমন কোনো স্থান কি আছে যেখানে কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল নাই! তাহলে সুত্রটি কাল্পনিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য? ২য় কল্পনাঃ ‘স্থির বস্তু’ মহাবিশ্বের সবকিছুই যদি গতিশীল হয় তাহলে স্থির বস্তু কোথা থেকে আসবে? ৩য় কল্পনাঃ ‘গতিশীল বস্তু’ মহাবিশ্বে পরমভাবে গতিশীল কোনো বস্তু তো নাই। তাহলে কেম্নে কি? বি.দ্র. আমি বিজ্ঞানের বেশি কিছু জানিনা। খুব কম বুঝি তাই আপনাদের কাছে বুঝতে চাচ্ছি। কেউ মাইন্ড কইরেন না আবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।