আমাদের কথা খুঁজে নিন

   

নিউটনের ৩য় সূত্র কি সত্যিই ভুল?

সৃষ্টির মাঝেই স্রষ্টার রহস্য।

"প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। " -নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্র। একটি ঘোড়ার গাড়ীর কথা ধরা যাক। ঘোড়াটি, গাড়ীটিকে সামনের দিকে টানছে।

তাহলে নিউটনের সূত্র অনুসারে, গাড়ীটিও ঘোড়াটিকে একই বলে পেছনের দিকে টানছে। অথ্যাৎ, একটি বল সামনের দিকে এবং সমান আর একটি বল পেছনের দিকে ক্রিয়া করছে। সেক্ষেত্রে গাড়ীটি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা নয়, স্থির থাকার কথা। তবে কি...? পৃথিবীর টানে গাছ থেকে ফল মাটিতে পড়ে। তার মানে, পৃথিবী সেই ফলের উপর একটি বল প্রয়োগ করে।

সূত্র অনুসারে, ফলটিও পৃথিবীর ওপর সমান বল প্রয়োগ করে। তাহলে এমন কেন হতে পারে না যে, ফলটি তার নিজের স্থানেই আছে আর ফলের টানে পৃথিবী ফলটির উপর পতিত হয়েছে। আসলে নিউটনের সূত্র ভুল নয়। আমাদের বোঝার ভুল। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, সূত্রটিকে সঠিকভাবে বাংলায় অনুবাদ করতে ভুল করা হয়েছে।

প্রথমেই সূত্রটিকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাক: প্রকৃতপক্ষে সূত্রটি হল, "প্রতিক্রিয়মান বস্তুর বল এবং প্রতিক্রিয়া সৃষ্টিকারী বস্তুর বল সমান"। মনে রাখতে হবে, সমবল সবসময় সমক্রিয়া দেয় না। সমবলের প্রতিক্রিয়া সবসময় সমান হয় না। এখনই সন্দেহগুলোর উত্তর না বলে আপনার নিকট ব্যাখ্যা প্রত্যাশা করছি। ধন্যবাদ।

-তৌসিক আহম্মেদ। ছাত্র।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।