আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গন

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

ঘোরালে চোখের তারা যে নাচত ধ্রুপদ আজ সে নড়েনা অমন ঝাঁকুনিতেও যাদুর প্রভাব কাটে, ঠুসঠাস ফাটে স্বপ্নের বেলুন বেলা বাড়ে,সন্ধ্যা নামে, সময়েরও আছে পরিমিতি সুরেলা গানের তাল কাটলে মাদুর গুটায় বিদগ্ধ শ্রোতা আকাশের বুক চিরে ক্রমাগত নীল ভাঙ্গে ক্লান্ত শারি চিলতে চাঁদের মত একপাশে শুয়ে থাকে স্মৃতিকথা চিকন বিনুণী তার গুটিসুটি ঢুকে যায় বোধের চাতালে শিথানে পৈথানে গড়ায় দুঃখের পারদ---- অন্ধকার গাঢ় হলে রাতের আকাশ ঢুকে যায় শুন্য বুকে কিছু দুঃখ উল্কা হয়, কিছু কষ্ট নক্ষত্রের মত জ্বলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।