আমাদের কথা খুঁজে নিন

   

পারিবারিক ভাঙ্গন।



সারা বাংলাদেশে একটা নিরব পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, এটকা ব্যপার খুব স্পষ্ট যে দ্রুত উন্নয়ন হচ্ছে বাংলাদেশ,সে সুবাদে সৃষ্টি হচ্ছে বিভিন্ন মডেল সিটি,তা সারা ঢাকা বিভাগে বড় বড় জেলাতে এবং অন্যান্য বিভাগ গুলুতে ও এক অবস্থা,এটা আমাদের সামাজিক উন্নয়নের চিত্র ,,সবাই চায় শহরে বাস করতে কারন গ্রাম থেকে বেশি নাগরিক সুবিধা শহরে বেশি,, এ সব কারনে জায়গার দাম যেমন বেড়ে গেছে city/ industry এর কারনে তেমন কেনা বেচা ও হচ্ছে তোরেজোরে, আর যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের জায়গা জমির অংশ বিক্রি করার জন্য অনেকটা বাধ্য হয়ে খবর দিতে হয়,, আর এ কারনে যে বা যারা মামার বাড়ি মার পাওনা অংশের জায়গা জীবনের আনার কথা ভাবেনি সে ও টাকা নিয়ে আসতেছে,, এটা হচ্ছে প্রথম ধাপ,আর এখান থেকে সৃষ্ট হয়েছে এই পারমানবিক সিসটেম, , টাকার দরকার পড়েছে বা ঝগড়া হয়েছে কিংবা মূল্যায়ন করে ননা তো অনেকে চিন্তা করে জায়গা বেচে দিয়ে আসব,হোক তা মামার বাড়ি বা দাদার বাড়ি,, এ ভাবে এই কিছু বছরের যত টাকার জামি কেনা বেচা হয়েছে তা স্বাধীনতা ৪০ বছরের ও হয়নি,আর এ জায়গার জন্য মামা ভাগিনা ,চাচা ভাতিজার লড়াই হতে পারে কিংবা থানা পর্যন্ত যেতে পারে,, ৩০ বছর আগের অংশীদার ও এখন তার নাতি নাতনী রা বের করে আনে তা ছারা এই ৩০/৪০ বছরের ভিতরে যারা জায়গা জমি কিনে রেখেছে তারা পড়েছে ভোগান্তি তে,,কারন আগে যার কাছ থেকে জায়গা রেখেছিল তা পরিবারে সদস্য কিংবা আত্মীয় দের কাছ থেকে আবার রাখতে হচ্ছে,, অনেক দামী জমি হাত ছারা হয়ে যাচ্ছে অনেক মানুষের,, সৃষ্টি হয়েছে বিভিন্ন সামাজিক সমস্যা,,আত্মীয় স্বজন দের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব,, ,, আর এ রকম এক ঘটনার সম্মুখীন হলাম সকাল সকাল,, রাস্তায় হাটতে বের হয়েছি দেখি এক বাড়ি থেকে এক লোক খুব ঝগড়া করে বেড় হয়েছে,, এবং বলাবলি করছে,, বেশি ত্যেড়ামি করলে মা কে এনে জায়গা বেচে দিবে,, (জানলাম তার নানার প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি আছে এবং তারা মা এবং মামা শুধু মালিক) মামু এবার ল ঠেলা ,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.