আমাদের কথা খুঁজে নিন

   

লুলীয় পোস্ট : পরকীয়া !!!

সমাজের বাস্তবতা নিয়ে এই লেখাটি । তাই মডারেটর ভাইয়ের কাছে অনুরোধ মাইনাস করার আগে একটু দেইখেন । শুধু আইন টা আছে কিনা জানতে চাই । এই পোস্ট টা শুধু ফান করার জন্য না । এই প্রথম কোন লুলীয় টাইপ পোস্ট দিলাম, তাও একটা বির্তক থেকে।

কিছু দিন আগে এক Law এর কলিগ সাথে কথা হচ্ছিল । হঠাৎ কথা প্রসংগে একটা কথা বল্লেন , সেটা এরকম ছিল । বাংলা ভাষা ভাষী এই উপমহাদেশে ফৌজদারি আইন ১৮৬০: ধারা ৪৯৭ - পরকীয়া Penal Code, 1860 (Act no. XLV of 1860) : Section 497 কোনো পুরুষ (বিবাহিত/অবিবাহিত) যদি কোনো বিবাহিতা নারীর সঙ্গে তার স্বামীর অনুমতি ব্যতিরেকে সম্পর্ক স্থাপন করেন, তবে তা পরকীয়া হিসেবে গণ্য যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর এবং জরিমানা। কিন্তু এ ঘটনার সাথে সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সে নির্দোষ। কাজেই উপ-মহাদেশের আইনের দৃষ্টিতে পরকীয়ার জন্যে কেবল পুরুষ দায়ী, নারী নয়।

আপনার স্ত্রী আপনার চোখের সামনে ও যদি পরকীয়া করে, আপনি তার বিরুদ্ধে কোনো আইনি সহায়তা পাবেন না। বড়জোর তালাকের জন্যে আবেদন করতে পারবেন মাত্র। আমি অবাক হয়ে শুনলাম। উনি কি ফাযলামো করলেন ? নাকি সত্য কথা বল্লেন ? হাসব না গম্ভীর থাকব কিছুই বুঝলাম না । অবাক হয়ে রইলাম, এই উপমহাদেশে পরকীয়া এর শাস্তি শুধু ছেলেরা পাবে ? এটা কেমন আইন? আমি সার্পোট করি ।

কিন্তু যে জামানা আসছে তাতে মেয়েরা কি ধোয়া তুলসী পাতা ? আপনারা কি মনে করেন ? আপনদের কাছে প্রশ্ন । ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।