আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখাইল্যা লুলীয় প্রবাদ

বোবা আর বোকার কোনো শত্রু নাই কিছু নোয়াখাইল্যা লুলীয় প্রবাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জিয়ান্দি বুইজতেন ন জাগাত থাই আবাজ দিয়েন। আঁই বুজাই দিমু....... 1. হেতে হুইসের হোন্দেদি কুরাইল চালায়। 2. রইদ অয় জড়ি অয় হেঁইত হিয়ালের বিয়া অয়। 3. তাইরে নাইরে বন্দুরে, কোমড়া কাডে উন্দুরে।

4. আমনা হায়না জায়গা কুক্তা হালো বাগা। 5. ইয়ান তুন মাইরলাম থাল, থাল গেলো বরিশাল। 6. একেতো নাচনী বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। 7. আল্লার কি কুদরত, গাছের আগাত সরবত। 8. জামাইর লাইও হরাণ হড়ে, মোর্গের লাইও হরাণ হড়ে।

9. যে হাতে খায় হেই হাতে আগে। 10. হমদে হাইনা গন্দে খাইনা 11. মাথার উরপে নাই চাল, হইন্নির হুত দ্যায় হাল। 12. জাইনলে হোন্দ দেয়,না জাইনলে ঠ্যাঙ দেয়। 13. ক্ষেতের তুন আইল বুড়ি, বুড়ি দিলো হাতে মুতি। 14. বেয়াই আমনে আইছেন খুশী অইলাম, থাইকতেন'ন জানি কনদিন আইবেন কই জান।

15. দাদা কইছে বাইন্তে দান, বাইন্তে আছি ওদা দান। 16. ঠাডা হড়ি বগা মরে হৈরা কেরামতি ঝাড়ে। 17. তুই আঁডছ ঠাইলে ঠাইলে আঁই আঁডি হাতায় হাতায়। 18. তুই যেই হইরের মাছ আঁই হেই হইরের উদ্ । 19. লাল কাপড় হাঁচ আতও বালা, সুন্দর জামাই বুতাও বালা।

20. যারলাই কইরলাম চুরি হেতে কয় চোর যার গর কইরলাম চুরি হেতেও কয় চোর। 21. আঁতি খাদে হইড়লে চামচিকাও লাইচ্ছায়। 22. হাইদলে বো’এ বাত খায়না চুরি করি চাইল চাবায় 23. ঊনা কলসি লড়ে বেশী 24. কৃপনের ধন বক্কিলে খায়। 25. চোরেরে কয় চুরি কর গীরস্তরে কয় হজাগ থাক। 26. নিজেরটা হোলআনা হরেরটা কিছুইনা, 27. কুত্তার লেজ হতরো বছর চুঙ্গাত থাইকলেও বেঁড়িয়া যায়।

28. কাউয়া চিনে ঘাউয়া কাঁডল। 29. মাইনষের শক্র কানা হইরের শক্র হেনা। 30. লেয়া হড়া খুব সহজ, যদি হরিক্কা না থাইকতো। 31. লেছকা ঈমানদারের তুন কাট্টা বেঈমানদার বালা। 32. মরা গরুর দাঁত ছাই কি লাভ।

33. দুই দিনের বৈরাগী নয় ভাতেরে কয় অন্ন। 34. ঝড়ে বগা মরে হইরের কেরামতি ঝাড়ে। 35. খাইতে কইলে খায়না হাতে দিলে থায়না। 36. এক চোরে বিয়া করে আরেক চোরের হালী। 37. হাত দিন চোরের এক দিন গিরির।

38. কা’ড় হছন্দ কাছায়, গরু হছন্দ পাছায়। 39. হোদ্দলার শীত কানে, মাইয়াওলার শীত রানে। 40. জাতের মেয়ে কালাও ভালা নদীর হানি ঘোলও ভালা। 41. কর্তার হাদে গন্দ নাই। 42. তোর কতা আঁর বেইনরাইতের হাদের লাইন।

43. জোয়ানতি কালে দিলানা কা’ড় শখ করি হিনতো বুড়াতি কালে দিছে কাড় চেঁছাই চেঁছাই আঁইটতো। 44. তোরে আল্লা ভাতে হুতে বাড়াক। 45. ক্লাস ওয়ান গু'র দোয়ান, ক্লাস টু খায় গু, ক্লাস থিরি, হোন্দ গেলো ছিরি বিরি, ক্লাস ফোর হেড মাস্টারের জুতা চোর, ক্লাস ফাইব গুএর পাইপ, ক্লাস সিক্স খায় কিসমিস, ক্লাস সেভেন মাইয়া বিয়া দিবেন, ক্লাস এইট স্বর্ণের গেইট, ক্লাস নাইন দশ টাকা ফাইন, ক্লাস টেন বিয়ে কইরবেন। 46. মায় কয়না হুত, খালা কয় আঁর বৈন হুত। 47. বাপের বইন হু, কুত্তার মত রু’।

48. বাড়ীর গরু ঘাঁডার ঘাস খায়না। 49. হালা হৈকের জ্বালা বেশী। 50. আগে আল যেমনে যায় হিছের আলও হেমনে যায়। 51. নানার বাড়ির কিচ্ছা মার কাছে কয়। 52. খাদের যুগী বনের হিয়াল হেতার আবার বেন বিয়াল।

53কেড কেডিয়া কুত্তার গেড গেডী বেশী। 54. হোলা ডেগা, হাদে গুড়ুম। 55. ডেঙ্গার কচু পোঁন্দে বাঁধি ঝগড়া। 56. হৈরায় কয় বৈরাইগ্যায় মাগি খায়। 57. কা্রো গর হোড়ে, কেও বাইউন হোড়ে 58. আক্কেইল্লার ইসারা বে- আক্কেইলার ঠেসারা।

59. হাঁফের ছা, আগুনের কনা, চোরার হোলার বিশ্বাস নাই। 60. হোন মরা কাউয়া আসমান ভরা ডাক। সংগ্রহঃ mhfoez.blogspot থেকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.