আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের মানেই ব্যর্থতা । জীবন নিয়ে একখন্ড কবিতার পংক্তি।

কর্মের ভুলে,ভাগ্যের দোহায় দিয়ে কত কাল আর থাকা যায় ? অযৈাক্তিকভাবে ভাগ্যকে না করে দোষারোপ; সেই ভুল থেকে কিছু শিখে; জীবনকে আবার নতুন করে গড়াটাই বেশ সহজ। যত বড় ব্যর্থতাই আসুক না জীবনে, গড়ুক না সে পাহাড় সমান কষ্ট; তবু কি জীবন থাকবে থেমে? কষ্টের ভারে আর বেদনার ঝড়ে যদি হ্রদয় হয়ে যায় ক্ষত-বিক্ষত , তবু কি সেই জীবন থাকবে থেমে? জীবন মানেই ব্যর্থতা, জীবন মানেই কষ্ট এই ব্যর্থতা আর কষ্টই শেখায় জীবনকে জীবনের মানে। পাহাড় সমান করো না আশা করো না কাউকে সহজে বিশ্বাস, ধীরে ধীরে সৎ সাহসে করে যাও চেষ্টা, তবে তুমি হতেই পারো না কখনও ব্যর্থ; যদি তুমি সৎ ভাবে সৎ কাজের করে থাকে প্রচেষ্টা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.