আমাদের কথা খুঁজে নিন

   

রিলিজ হল ওপেন অফিস ৩.০

নাসির খান সৈকত

ওপেন অফিস, সান মাইক্রো সিস্টেমের তৈরী অফিস স্যুট। গতকাল বিকাল ৫টায় এটির সর্বশেষ ভার্সন ওপেন অফিস ৩.০ রিলিজ করা হয়। অত্যাধিক চাহিদার কারনে কিছুক্ষনের মধ্যেই ওপেন অফিস ডট অর্গ ওয়েব(openoffice.org)সাইটটির সাভার্র ক্রাশ করে । তবে সাথে সাথেই তারা এর বিকল্প একটি ওয়েবসাইট তৈরী করে যেখানে শুধুমাত্র ডাউনলোড লিংকগুলা দেয়া আছে। ওয়েব থেকে বা টরেন্ট ডাউনলোডের অপশন আছে এখানে।

এই ভার্সনটিতে বেশ কিছু নতুন বেশ কিছু অপশন যোগ করা হয়েছে, যেমন এটি উইন্ডোজ অফিস ২০০৭ বা ২০০৮ এ তৈরী করা .docx, .xlsx or .pptx ফরম্যাটের ফাইলগুলা ওপেন করা বা এডিট করা যায় খুব সহজেই । এটির সাইজ ও খুব বড় না উইন্ডোজের জন্য ১৩০ মেগাবাইট ও ম্যাক এর জন্য ১৬০ মেগাবাইট । আগের সবগুলা ভার্সনেট চাইতে এটি অনেক দ্রুত কাজ করে। বিশেষ বিশেষ বৈশিষ্টের জন্য এটি ওপেন সোর্স সফটওয়্যারগুলার মধ্যে অত্যধিক জনপ্রিয়। বিনামূল্যে ডাউনলোড করা যাবে ওপেন অফিস, সান মাইক্রো সিস্টেমের তৈরী অফিস স্যুট।

গতকাল বিকাল ৫টায় এটির সর্বশেষ ভার্সন ওপেন অফিস ৩.০ রিলিজ করা হয়। অত্যাধিক চাহিদার কারনে কিছুক্ষনের মধ্যেই ওপেন অফিস ডট অর্গ ওয়েব(openoffice.org )সাইটটির সাভার্র ক্রাশ করে । তবে সাথে সাথেই তারা এর বিকল্প একটি ওয়েবসাইট তৈরী করে যেখানে শুধুমাত্র ডাউনলোড লিংকগুলা দেয়া আছে। ওয়েব থেকে বা টরেন্ট ডাউনলোডের অপশন পাওয়া যাবে এখানে। এই ভার্সনটিতে বেশ কিছু নতুন বেশ কিছু অপশন যোগ করা হয়েছে, যেমন এটি উইন্ডোজ অফিস ২০০৭ বা ২০০৮ এ তৈরী করা .docx, .xlsx or .pptx ফরম্যাটের ফাইলগুলা ওপেন করা বা এডিট করা যায় খুব সহজেই ।

এটির সাইজ ও খুব বড় না উইন্ডোজের জন্য ১৩০ মেগাবাইট ও ম্যাক এর জন্য ১৬০ মেগাবাইট । আগের সবগুলা ভার্সনেট চাইতে এটি অনেক দ্রুত কাজ করে। বিশেষ বিশেষ বৈশিষ্টের জন্য এটি ওপেন সোর্স সফটওয়্যারগুলার মধ্যে অত্যধিক জনপ্রিয়। বিনামূল্যে ডাউনলোড করা যাবে openoffice.org ওয়েবসাইট থেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।