আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ বাস করে এমন ১০ টি অদ্ভুত জায়গা......

অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com
চলুন মানুষ বাস করে এমন ১০ টি সবচেয়ে অদ্ভুত জায়গা ঘুরে আসি.........। ১. আল-হাজারাহ , Al HAJARAH (ইয়েমেন)ঃ- মানুষ বাস করে এমন ১০ টি অদ্ভুত স্থানের মাঝে ১ম নাম টি হল দক্ষিন ইয়েমেনের হারাজ পর্বতের চুরায় অবস্থিত আল- হাজারাহ শহর টি। দুর্গম পাথুরে পর্বতে অবস্থিত এই শহর টি স্থাপিত হয়েছিল ১২ শতকে।

পাথরের উপরে থাকা এই শহর আসলেই অদ্ভুত। আরো জানতে চাইলে en.wikipedia.org/wiki/Al_Hajarah ২. জুয়াংকং সি, XUANKONG SI ( চায়না)ঃ- ছবিতে থাকা এই অদ্ভুত সুন্দর স্থানটি চিনের ঝানজি রাজ্যে অবস্থিত। বন্যা থাকে রক্ষা পাবার জন্য এই স্থানের বাড়ি গুলো পর্বতের ঢালে ঝুলিয়ে তৈরি করা হয়েছে। আরো জানুন Click This Link ৩.কাপ্পাডোসিয়া, CAPPADOCIA (তুরস্ক);- তুরস্কের এই স্থানটিকে মানব বসতির ১টি প্রাচীনতম উদাহরন হিসাবে ধরা হয়। পারস্য রাজ্যের সবচেয়ে পুরোনো চোখ ধাধানো সুন্দর এই মানব বসতিটি এখন বিশ্ব ঐতিহ্যের অন্তরভুক্ত।

ক্লিক http://www.cappadociaturkey.net ৪.রৌশানো মঠ, ROUSSANOU MONASTERY;- ছবিতে থাকা পর্বতের চুরার সবচেয়ে সংকির্ন অংশে স্থাপিত এই মঠটি ১৯৮৮ পর্যন্ত ১ দল ক্ষুদ্র যাযক শ্রেণীর উপাসনালয় ছিল। এটি গ্রিসে অবস্থিত। আরও আছে Click This Link ৫.সেটেনিল ডি লাস বডিগাস, SETENIL DE LAS BODEGASঃ- স্পেনের আন্দালুসিয়ায় পাহাড়ের নিচ কেটে তৈরি করা এই বসতি টি দেখে বুঝা যায় বৈরি প্রকৃতির হাত থেকে রক্ষা পাবার জন্য মানুষ কি না করতে পারে। হাজার হাজার টন ওজন পাথর মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা সেটেনিল ডি লাস বডিগাস এর ইতিহাস ১০০০ বা তার চেয়ে বেশি বছরের পুরনো। ক্লিক দিস লিঙ্ক Click This Link ৬.কাসা দো পান্দো, CASA DO PENEDO (পর্তুগাল)ঃ- কাসা দো পান্দো নামের আশ্চর্য এই পাথুরে বাড়িটি উত্তর পর্তুগালের ফেফি পর্বতে অবস্থিত।

"কাসা দো পান্দো" কথাটির অর্থ "পাথরের বাড়ি". পাথরের বড় বোল্ডার দিয়ে ১৯৭৪ সালে বাড়ীটি তৈরি করা হয়। এইখানে en.wikipedia.org/wiki/Penedo ৭.পন্তে ভেচ্চিও PONTE VECCHIO (ইতালি);- ছবিতে থাকা ইতালির ফ্লোরেঞ্ছ শহরের এর সুপরিচিত ব্রিজ টি পন্তে ভেচ্চিও নামে পরিচিত। এটী সর্বপ্রথম তৈরি করা হয়াছিল ১৩৪৫ad তে কিন্তু বন্যায় ধ্বংশএটাকে বিখ্যাত করে তুলেছে তার পাশ দিয়ে তৈরি করা শত বছরের পুরোনো ঝুলন্ত এপার্টমেন্ট গুলি। বিস্তারিত en.wikipedia.org/wiki/Ponte_Vecchio ৮.মাতমাতা Matmâta, (তিউনিসিয়া) ঃ- মাটির মধ্যে গর্ত করে তৈরি করা এই অদ্ভুত বড়ি গুলোর দেখা মেলে তিউনিসিয়ার দক্ষিনাঞ্চলে। তারা কেন এই আদলে বাড়ি তৈরি করে এই নিয়ে অনেক গল্প প্রচলিত আছে ।

আরও কিছু এইখানে,http://en.wikipedia.org/wiki/Matmâta ৯.প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড, Principality of Sealand ঃ- ২বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সেনারা যখন তাদের Maunsell সমূদ্র দুর্গ গুলো ফেলে গিয়াছিল, ১৯৬৭ সালে একজন ব্রিটিশ মেজর , Paddy Roy Bates, সেখানে থাকা শুরু করে এবং তিনি এটি কে সার্বভৌম রাষ্ট্র বলে ঘোষনা করেন। আশ্চর্য হলেও সত্য যে মাত্র ৫৫০ বর্গ মিটার আয়তনের এই রাষ্টের নিজস্ব পতাকা সংবিধান ও জাতিয় সঙ্গীত রয়েছে। আরো জানতে চাইলে http://www.fruitsofthesea.demon.co.uk/sealand/ ১০.জন ও`গ্রট JOHN O GROATS ঃ- এই আশ্চর্য স্থান টি স্কটল্যান্ডে অবস্থিত। এটি বৈড়ি আবওহাওয়ার পুর্ন ১টি জায়গা যেখানে শীতকালে কোনো মানুষ থাকতে পারেনা। আরো জানতে চান?, http://en.wikipedia.org/wiki/John_o'_Groats
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.