আমাদের কথা খুঁজে নিন

   

ভিজুয়াল মিডিয়ায় এসব কি হচ্ছে!!



সাদিয়া জাহান প্রভার পরে এবার একান্ত ব্যক্তিগত ভিডিও বের হলো টিভি উপস্থাপিকা নাদিরা নাসিম চৈতী'র। সত্যিই দুঃখজনক। আমাদের ভিজুয়াল মিডিয়ায় ভালো ফ্যামিলির মেয়েরা আসতে চায় না, আসতে চায় না বললে ভূল হবে অভিভাবকরা দিতে চান না। আমাদের মিডিয়া সর্ম্পকে নেতিবাচক সংবাদ গুলো সবার মুখস্ত। আগে প্রযুক্তি অত অত্যাধুনিক ছিলো না বলেই মিডিয়ায় ঘটে যাওয়া ব্যপারগুলো রটনা বলে চালিয়ে দেয়া হতো! কিন্তু প্রযুক্তি এখন এতই আধুনিক আপনি আপনার নিজের আপত্তিকর কোন দৃশ্য নিজে দেখার জন্য তৈরী করলেও কোন না কোন ভাবে চলে যেতে পারে অন্যের হাতে! আর সে দৃশ্য যদি হয় কোন সেলিব্রেটির তাহলেতো কোন কথাই নেই।

রব রব পরে যায় সারা দেশে! দু'টি ভিডিওই খুব কষ্ট দেয় আমাকে। ইমোশনকে প্রধান্য দিয়ে মেয়ে দু'টি কি করলো! হয়ত আমি দেখে চোখ বোজার ভাব করছি কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যানে আমার ছোট ভাই দুটিও হয়তো দেখে ফেলেছে! সত্যিই কষ্টকর। আমি যেহেতু মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম সংগত কারনে আমার আশে পাশের মানুষগুলো মিডিয়ায় কাজ করি বলেই চেনে। বর্তমানে এডর্ভাটাইজিং এজেন্সী করেছি নাটক, বিজ্ঞাপন বানানো হাতে নিয়ে নিচ্ছি। কিন্তু দু'দুটো ধাক্কা আমাদের মত নবিন মিডিয়া হাউজের সত্বাধীকারিদের হতাশ করে।

বোনের পিচ্চি মেয়েটাকে মডেল বানাবো বলেছিলাম ওর বাবা, মা খুব উৎসাহী। ভাগ্নি আমার জি বাংলার পিচ্চিদের সব অনুষ্ঠান মুখস্ত। উপস্থাপনার পিচ্চির মত ও অনেক সুন্দর করে বলে ‍"নাচবে তুমিও"। ওর বাবা প্রভার ভিডিও বের হওয়ার পর তার মেয়ের মডেলিং করাবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন , ব্যপারটা আমি বুঝে সহজ করার জন্য বলেছিলাম "ওকে আমি ১২-১৩ বছর পর্যন্ত মডেলিং করাব" এরপর পড়ালেখার চাপে হয়তো আর ওই মডেলিং করতে চাইবে না! কিন্তু কাল চৈতী'র ভিডিওটা বের হওয়ায় শোনার পর মনটা ভিষন খারাপ হয়ে গেল। বোনের বাসায় হয়তো গেলে বোনের স্বামীর মুচকি হাসিটা দেখতে হবে! এমনিতেই মডেলিং, নাটক, থিয়েটার করেছি বলে নাকি বিয়ে হচ্ছে না!মেয়ের বাবারা মিডিয়ার ছেলেদের সাথে মেয়ে দিতে চায় না! তাদের চরিত্র নাকি...।

যদিও মডেলিংটা ও টিভি নাটকে অভিনয় ছেড়ে দিয়েছি ১ বছর আগে কিন্তু এখনও থিয়েটার আর নতুন করে এ্যাড এজেন্সী নিয়ে আগাতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে ভূল করছি এ ধরনের ভিডিও আমাদের ভিজুয়াল মিডিয়ার কর্মীদের হেয় করছে দর্শকদের কাছে। এমন ভুরী ভুরী ভিডিও বাজারে হয়তো সাধারন মানুষের আছে কিন্তু এত আলোচনা হয় না দেশ বিদেশে। প্রিয় মিডিয়া তারকারা, আপনাদের বুঝতে হবে আপনারা দর্শকদের আইকন আপনারাই অভিনয় করে সমাজের অসংগতি তুলে ধরেন আর আপনারই যদি এমন কান্ডহীন কাজ করেন তাহলে আমরা সাধারণ দর্শক আপনাদের কিভাবে সহজ ভাবে মেনে নিব বা কিইবা শেখার আছে আপনাদের কাছে?? প্লিজ আবেগ, স্বার্থ, নস্টামী, লোভ বিসর্জন দিয়ে সর্তিকারের তারকা হয়ে উঠুন!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।