আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু রাশেদ

পরাঞ্জয়ী...

মা, মাটি দেশ। দেখে এলাম জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত, রবি নিবেদিত "আমার বন্ধু রাশেদ" ছবির প্রিমিয়ার। স্টার সিনেপ্লেক্সে ছবিটি সাধারন দর্শকদের জন্য রিলীজ হবে আগামী ১এপ্রিল থেকে। না, ছবির সিনেমাটোগ্রাফি হ্যান ত্যান নিয়ে ত্যানা প্যাঁচাতে বসিনি আমি। আমি একজন দর্শক মাত্র।

মুক্তিযুদ্ধ নিয়ে আজ আমার বোধের জায়গাটা আরও ক্ষুরধার হল। আমি কেঁদেছি রাশেদের বুদ্ধিতে, রাশেদের সাহস দেখে, কেঁদেছি রাশেদের অন্তপ্রাণ দেশপ্রেমে, কেঁদেছি ১২ বছরের ইবুর দুঃসাহসিক উচ্চারণে "এদেশ যেমন তোমার তেমন আমারও", কেঁদেছি ১২ বছরের কিশোর ইবু রাশেদ, আশরাফ,আর ফজলুর হাতের মুঠিতে নেয়া জীবনের দিকে চেয়ে, কেঁদেছি কেন ৭১ জন্ম নিলাম না এ কথা ভেবে, কেঁদেছি রাশেদের মৃত্যুর ভেতর দিয়ে চির অমর হয়ে যাওয়ার বিরল দৃশ্য দেখে। যারা ভাবেন বাংলা সিনেমা মরে গেছে শেষ হয়ে গেছে। প্লীজ ছবিটি দেখে আসবেন। ভোতা হয়ে আসা দেশাত্ববোধটাকে জাগিয়ে আসবেন।

আমাদের অনেক গুলো রাশেদের প্রয়োজন, কারন এখনও যুদ্ধাপোরাধিরা জিবীত, এখনও তাদের রাজনীতি নিষিদ্ধ হয়নি। ভেতরে ভেতরে গুমরে মরা রাশেদ কে জাগিয়ে তোলা বড্ড দরকার বড্ড দরকার!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.