আমাদের কথা খুঁজে নিন

   

নাঈমের বিয়ে



জাতীয় দল থেকে বাদ দিয়ে তাঁকে রাখা হয়েছে ‘এ’ দলে। কিন্তু নাঈম ইসলাম খেলবেন না ‘এ’ দলেও। বিসিবিকে সেটা জানিয়েছেন, বিসিবিও মঞ্জুর করেছে ছুটি। নাঈম সরে দাঁড়ালেন কারণ, দক্ষিণ আফ্রিকা যাওয়ার চেয়ে আগামী কয়েকটা দিন দেশে থাকাটাই বেশি জরুরি তাঁর জন্য। জাতীয় দলের এই ক্রিকেটার জীবনের নতুন ইনিংসটাই শুরু করতে যাচ্ছেন এই সময়ে! বিয়ে ঠিক হয়েছে তাঁর, আগামী ১৮ এপ্রিল হয়ে যাবে শুভকাজটাও।

নাঈমের সরে দাঁড়ানোয় অবশ্য কপাল খুলেছে নাদিফ চৌধুরীর। প্রথমে ঘোষিত ‘এ’ দলে থাকলেও পরে নাঈমের জন্য জায়গা ছাড়তে হয়েছিল তাঁকে। এখন নাঈম সরে দাঁড়ানোয় নাদিফ আবারও ‘এ’ দলে। ***************২৩ বছর বয়সের ১টি ছেলে যে জাতীয় দলে খেলার সময় তার দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে সে কি ভাবে এতো বড় দায়িত্ব নিতে যায়। আমি ওর পরিবারের প্রতি প্রশ্ন করি আপনারা কি ছেলের বিশ্বকাপে খেলাটাকে কি শু্ধু বড় মনে করলেন????????? ******কিছু টাকাপয়সা + নাম হলে বিবাহের সংস্কৃতির ফলাফল যে কি হয় তা আফতাব,নাফিজ ইকবাল সহ অনেককে দেখলে বোঝা যায়।

নাঈম ইসলাম খুব জরুরী না বিয়ে করা এখন। নিজের খেলার প্রতি মনযোগ দাও মেয়ে যদি পচ্ছন্দ থাকলে ৩/৪ বছর পরে কর যদি সে তোমাকে ভাল বাসে তা হলে সেও তোমার ভাল চাবে আশা করি। বুদ্ধি দিয়ে চলো গায়ের শক্তি দিয়ে না। দয়াকরে। তোমাদের শুভাকাংক্ষি ১ গাধা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।