আমাদের কথা খুঁজে নিন

   

রানের ফোয়ারা ছুটছেই নাঈমের ব্যাটে

প্রথম ম্যাচে ফিফটি, পরের ম্যাচেই সেঞ্চুরি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এভাবেই শুরুটা করে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নাঈম ইসলাম। সাকিব আল হাসানের ডেঙ্গুজ্বরে শেষ মুহূর্তে ওয়ানডে একাদশে ঢুকে পড়া নাঈম নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেছেন দুটো ফিফটি।
আবার প্রিমিয়ার লিগে ফিরে এসেছেন নাঈম। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক হয়ে আবার ঘরোয়া—ক্ষেত্রেটা বদলালেও নাঈমের ফর্ম কিন্তু বদলাচ্ছে না।

আজ মোহামেডানের বিপক্ষে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে ৮৪ বলে ৮৩ করেছেন নাঈম। তাঁর দল অবশ্য ম্যাচটি হেরে গেছে ৪০ রানে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইজাজ আহমেদের সেঞ্চুরিতে ৩০৫ রান করেছিলেন মোহামেডান। ২ উইকেটে ১৪১ তুলে দারুণ জবাব দিতে থাকা কলাবাগান শেষ পর্যন্ত রানটা তাড়া করতে পারেনি।
এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহামেডান।

১০ ম্যাচে সাত জয় নিয়ে তাদের পয়েন্ট ১৪। একটি ম্যাচ কম খেলা প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংকের পয়েন্ট ১২।  

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.