আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষীণ আশায় ভালোবাসায়

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

স্বপ্নগুলো মরে যায় জেগে থাকে শুধু এতোটুকু আশা আশার অপর নাম শ্বাস- বুকের ভেতর যাওয়া-আসা উড়ায়ে রঙিন ঘুড়ি প্রতিদিন শক্তহাতে না ছাড়ি নাটাই জীবন ছাড়ে না পিছু, বেঁচে থাকবার ঘোড়াটা ছোটাই যাচ্ছে চলে নাছোড় ঘুড়িটা একেবারে দিগন্ত ওপারে মাঝখানে ধূ ধূ মাঠ অবিরাম ওই পথের কিনারে ফিরবে কি ফিরবে না এই প্রশ্ন এখন বাতাসে প্রতীক্ষার তারা জ্বলে ঘোরলাগা অমার আকাশে যে ছিলো হৃদয়কোণে খুঁজি তারে অচেনা প্রান্তরে না-পাওয়ার দীর্ঘশ্বাস অহোরাত্রি বুকের কন্দরে আমাকে যে করেছে বিরহী আমি তার রই সেবাদাস ক্ষীণ আশায় ভালোবাসায় এ অন্তরে যার বসবাস। শেখ জলিল ০৮.০৩.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.