আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতার পথ ক্ষীণ হয়ে আসছে: সুরঞ্জিত

বুধবার সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের এই দপ্তরবিহীন মন্ত্রী বলেন, “আগামী নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ততই উত্তেজনাকর রাজনৈতিক কথা বলছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আলোচনা ও সমাঝোতার পথ ক্ষীণ হয়ে আসছে। ”
সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে করতে হবে। বিএনপি ও এর শরিকেরা নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে এলেও সরকার বলছে, তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।


কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে আপত্তি বিরোধী দলের।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের ব্যাপারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, বিএনপি এখন সে রায় মেনে নিয়ে বিচারিক পথে আপিল করবে নাকি রাজপথে নৈরাজ্যের পথ বেছে নেবে, সেটি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
“যদি বিএনপি নৈরাজ্যের পথ বেছে নেয় তবে তা হবে চরম অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, একবার ‘কথিত’ স্কাইপে কথোপকথন প্রকাশ করে ও আরেকবার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার আগেই রায় ইন্টারনেটে প্রকাশিত হয়ে পড়েছে বলে একটি মহল গুজব ছড়িয়ে মিথ্যাচারে মেতে উঠেছে। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘বিতর্কিত’ করতে চায়।

এমন ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে আইন মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.