আমাদের কথা খুঁজে নিন

   

মাঠের বিভ্রমে

বাঙলা কবিতা

মাঠের বিভ্রমে ====== র‌্যাটল স্নেক আর রূপসী বেদেনী; খেলা করছে দিগন্তবিস্তারী মাঠে, পাথুরে, পাহাড়ি; সন্ধ্যা আগতপ্রায় টেক্সাসের বিজন প্রান্তরে... সেই দৃশ্য ঘিরে আছে বহুদূর পরিধিবিস্তারে__ মুগ্ধরঙ মায়াবি নেকড়েরা। এই দৃশ্য সহস্র বৎসর পূর্বে আরও একবার দেখা গিয়েছিলো, মাইয়া সভ্যতায়; ইনকার হরিণপাহাড়ে। সন্ধ্যা নামতেই তার দু'চোখের বাল্ব দুটি জ্বলে উঠলো ফ্লোরোসেন্ট সবুজ কালারে! নেকড়েদল পিছু হটছে, সন্ত্রস্ত ক্রমিক পলায়নে; আজদাহা সাপের ক্রুদ্ধ গর্জনের পিঠে চেপে এইসব দৃশ্য দেখা যায়। মনে পড়ে, খুব ছোটকালে একবার জানা গিয়েছিলো, সমগ্র দক্ষিণ জুড়ে শুয়ে আছে মুখ খোলা প্রকাণ্ড আজদাহা; শত-কোটি বর্ষজুড়ে সমস্ত নদীর জল ঢুকে যাচ্ছে তার খোলা হা' এর ভেতরে! র‌্যাটল স্নেকের সাথে রূপসী বেদেনী খেলা করে; নেকড়ে দল বীণ হাতে ছলনা বাজায়; শেষ বিকেলের রঙ মেখে যায় আমাদের স্মৃতির অন্দরে। তারপর সন্ধ্যা নামে, বেদেনীর পরিচয় নিয়ে। সময়ের সর্পিল দৃষ্টির সাথে বেদেনীর, টেক্সাসের, র‌্যাটল স্নেকের খেলা বেশ জমে ওঠে। আজদাহার জিভের ডগায় শুয়ে, নেকড়ে বেষ্ঠিত এক ডাকিনীর প্রেমে আমি নিদ্রা যেতে যেতে, নেকড়েদের গুঞ্জন শুনি। তারা জানে, আজ আবার হেঁটে যেতে পারি, আজদাহার মাথা থেকে লেজে, র‌্যাটল স্নেকের দেশে; তারা জানে, সবুজ ডাইনীর প্রেমে উন্মাতাল কবি, অনুমান অযোগ্য প্রেমিক; সময়ের আকস্মিক ভেলকিবাজীতে, লহমায় হতে পারি রিস্কি সেই মাঠের বিভ্রম; মহাবিশ্বে, দিবস রজনী ব'লে কিছু নেই। প্রবণতা সরল রেখার মতো উঠে গেছে চতুর্ভূজ আকাশের কর্ণ বরাবরে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.