আমাদের কথা খুঁজে নিন

   

আবার মাঠের বাইরে ফন পার্সি

কুঁচকির চোট কাটিয়ে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মাঠে ফিরেছিলেন ফন পার্সি। কিন্তু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে ম্যান ইউ একই ব্যবধানে হারালেও উরুর পেশিতে টান পড়ে তার। রোববার ইপিএলে ম্যান ইউর প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। শুক্রবার এই ম্যাচ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমর্থকদের দুঃসংবাদটা দিয়ে ম্যান ইউর কোচ ডেভিড ময়েস বলেন, “রবিন ফন পার্সিকে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। মঙ্গলবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে কর্নার নেয়ার সময় তার উরুর পেশিতে টান পড়েছে।

” এমনিতেই শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে পড়ায় ম্যান ইউর শিরোপা ধরে রাখার স্বপ্ন ধূসর। তার ওপরে লিগে ১১ ম্যাচে ৭ গোল করা ফন পার্সিকে আবার হারিয়ে ভীষণ বিমর্ষ ময়েস। হতাশ কণ্ঠে তিনি বলেন, “এটা ভীষণ দুর্ভাগ্যজনক। আমাদের রেকর্ডের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন, ওয়েইন রুনি ও রবিনের থাকা আমাদের জন্য কতটা মঙ্গলদায়ক। অথচ ইদানীং দুজনকে আমরা একসঙ্গে পাচ্ছিই না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.