আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের তিন শহর নো ফ্লাই জোন!!

নিজেকে জান এবং প্রকাশ কর!!

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ যেন ক্রমেই বেড়ে চলেছে। এই ম্যাচের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আয়োজক দেশ ভারতের ঘুম হারাম হতে বসেছে। দুই দলের খেলোয়াড়দের নিরাপত্তা ছাড়াও তাদেরকে ভাবতে হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিশেষ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও। যার প্রস্তুতি নিতে এখনই মোহালি পরিণত হয়েছে নিরাপত্তার চাদরে ঘেরা এক দুর্গে। ম্যাচের কয়েকদিন আগে থেকেই খেলোয়াড়দের হোটেল এবং স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিন্তু এত কিছুর পরও স্বস্তি পাচ্ছে না তারা। অবশেষে মোহালিসহ আরও দুটি শহরকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে ভারতীয় সরকার। আজ থেকেই সেটা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মোহালি, চণ্ডীগড় এবং পঞ্চকুলাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। আজ থেকেই এই তিন শহরের ওপর দিয়ে কোন বিমান উড়তে পারবে না।

ভারতীয় বিমানবাহিনীর কোন বিমানও ম্যাচের দিন এই তিন শহরের ওপর দিয়ে উড়তে পারবে না। বিশেষ কারণে যুদ্ধ বিমানগুলোকে উড়তে দেয়া হবে। কিন্তু সেটা খুব বেশি সময়ের জন্য নয়। এক মিনিটের মধ্যেই এই তিন শহর অতিক্রম করতে হবে তাদেরকে। এর জন্য আবার তাদেরকে প্রস্তুত হয়ে আম্বালা বিমানবন্দরে অপেক্ষা করতে হবে।

কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে এক মিনিটের মধ্যে এই তিন শহর পাড়ি দিতে হবে। এছাড়া বাইরের দেশের কোন বিমান এই তিন শহরের আকাশে উড়তে পারবে না। মানবজমিন থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.