আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইন্কজেট প্রিন্টার কিনতে চাই। ইন্কজেট প্রিন্টার ইউজারদের দৃষ্টি আকষর্ণ করছি।

অজানা অভিযানে অচিন পথের পথিক

আমার একটি ইন্কজেট প্রিন্টার ছিল: Canon Pixma iP 1000. প্রিন্টারটি ছিল এক কথায় অসাধারণ। অত্যন্ত কম খরচে (৪০০ টাকা ব্লাক, ৬৫০ টাকা কালার) সুন্দর প্রিন্ট করা যেত। কিন্তু দূর্ভাগ্যবশত বেশ কিছুদিন ইউজ না করার কারনে প্রিন্টারটি নষ্ট হয়ে যায় । এখন প্রতি সপ্তাহে ১০-১৫ পেইজ প্রিন্ট করার জন্য একটি ইন্কজেট প্রিন্টার কিনতে চাই। বাজেট ২৫০০-৩৫০০।

এখনতো ইন্কজেট প্রিন্টারের কার্ট্রিজের দাম অনেক (১১০০-১৩০০ টাকা)। আবার বন্ধুদের কাছ থেকে শুনলাম এখনকার প্রিন্টারের কোয়ালিটি খুব একটা ভালো না এবং নষ্ট হবার চান্স বেশি । আমার বন্ধুদের অনেকেই রীতিমত এখনকার প্রিন্টারের উপর বিরক্ত। তাই ব্লগের ইন্কজেট প্রিন্টার ইউজার ভাইদের দৃষ্টি আকষর্ণ করছি। প্রয়োজনীয় সাজেশন দিয়ে হেল্প করুন প্লিজ ।

বাজারে এখন আছে: Canon Pixma iP 2772 HP D1660 HP D1000 (new) ১। অরিজিনাল কার্ট্রিজ না কিনে রিফিল করে ইউজ করতে চাই। এক কার্ট্রিজ ৩-৪ বার রিফিল করার পর চেন্জ করতে চাই। ২। কালার প্রিন্ট খুব একটা করতে চাই না।

৩। পেপার জ্যাম চাই না। ৪। প্রিন্ট কোয়ালিটি ভালো চাই। খুব ঝাপসা আবার খুব গাড় (ব্লার্‌ড) চাই না।

৫। ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট চাই। ধন্যবাদ ধৈর্য নিয়ে ব্লগটি পড়ার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.