আমাদের কথা খুঁজে নিন

   

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণেই, দাবি টুকুর

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “রাজধানীতে রাত ১টা/২টা পর্যন্ত মানুষজন চলাচল করছে, যে পথ অবলম্বন করলে অপরাধীরা আতঙ্কে থাকে সে নির্দেশনা দেয়া আছে। ”
রোজার মধ্যে রাজধানীতে বিশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সর্বশেষ সোমবার রাতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়।  
মন্ত্রী জানান, যুবলীগ নেতাকে হত্যার ওই ঘটনার পরপরই ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যে দলেরই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

” মহাসড়কে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
“প্রায় ৫০ লাখ লোক রাজধানীর বাহিরে যাবে, ভালভাবে যেন যেতে পারে, মহাসড়ক যানজটমুক্ত রাখতে সেদিকে লক্ষ্য রেখে ঈদের সময় নসিমন করিমন ভটভিটি চলতে না পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। ”
ঈদের পর বিরোধীদলের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, “পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, রমজানের সময় হরতাল ডেকে মুসলমানদের হয়রানি করেছে। ”
বিএনপি–জামায়াতের পক্ষে এ সরকার পতন সম্ভব নয় বলেও মন্তব্য করেন টুকু। দু-তিন মাস পরে নির্বাচনই হবে জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে সব দলই আসবে।

নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে প্রতিশ্রুতিবদ্ধ। ” ‘ঈদের পর তারেক জিয়া এলে বাংলাদেশের জোয়ার উঠবে সে জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে’ বিএনপির এ ধরনের বক্তব্যর বিষয়ে জানতে চাইলে টুকু বলেন, “বাংলাদেশের জনগণও চায় সে আসুক, এসে আইনের মুখোমুখি হোক। ”
তারেক রহমান এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “প্রতিটি অপরাধীদের যা হয় তারেক জিয়ারও তা হবে, আদালত জামিন দিলে ছাড়া পাবেন, তা না হলে কারাগারে যাবেন। ”
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার তারেক পরের বছর জামিনে মুক্তি নিয়ে যুক্তরাজ্যে যান। ডজন খানেক মামলার আসামি তারেক এরপর আর দেশে ফেরেননি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তাদের আন্তরিকতার অভাব নেই। ডিএনএ পরীক্ষার ফলাফল এলে তারা র‌্যাবের সঙ্গে আলোচনায় বসবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.