আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: অকৃত্রিম ছাদ ছুঁয়ে জোছনা গড়িয়ে পড়ে

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

চাতক পাখির উড়াল গন্ধে কিছুটা বাতাস বৃষ্টি হয়ে নামে ফড়িংয়ের পা ছুঁয়ে রোদ খুনসুটি করে ফুলের স্তনে। কোন এক কিশোরীর বুকে আলো ছিল সে এখন বৃদ্ধা,জননী নরম মাটির পৃথিবীতে শক্ত আবাহনে। উত্তাপের নিরিখে পৃথিবী ক্রমে সংকুচিত হয় প্রসারিত হয়। এখন পাহাড় চূড়ায় অভিযাত্রীর নাম খোদিত হয় এখন নদীর তীরে রাখালিয়া বাঁশী ভাঙা পড়ে থাকে এখন বটের ঝুড়ি চেতনার কাঁচ ছুঁয়ে থাকে। অকৃত্রিম ছাদ ছুঁয়ে জোছনা গড়িয়ে পড়ে বিষণ্ণ কবির উৎফুল্ল অন্তরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.