আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রশিবিরের ১৫ নেতা-কর্মী রিমান্ডে

বাংলার জনগন

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রশিবিরের ১৭ জন নেতা-কর্মীর মধ্যে ১৫ জনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার রমনা থানা পুলিশ ১৭ জনকে আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে এবং গাড়ি ভাঙচুর করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় ১৪ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত দুটি মামলায় এক দিন করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ১৭ জনের মধ্যে বাপ্পী ও আশিকুর রহমানের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি।

একই সঙ্গে মমিনুল করিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় রিমান্ড চাওয়া হয়নি। দ্রুত বিচার আইনে করা মামলায় মহানগর হাকিম মো. এরফান উল্লাহ আর পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গতকাল শনিবার স্বাধীনতা দিবসে বের হওয়া ছাত্রশিবিরের মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাস্থল থেকে শিবিরের ১৭ কর্মীকেও গ্রেপ্তার করা হয়। রাজধানীর শান্তিনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে জানান, শিবিরের দুই শতাধিক কর্মী শান্তিনগর মোড়ে এসে গাড়ি ভাঙচুর শুরু করেন। এতে পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের চার সদস্য আহত হন। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.