আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা বেড়াল

মায়াবতী এই প্রহর

কাল রাতে একটা বেড়াল ভিজে গিয়েছিল। জল চুরি করছিল বুঝি! নাতো! তবে কি দুধ! নাতো! তোমার তেলের শিশি! নাতো! আমার কোমল পানীয়! নাতো! তো! তো! একটা গল্প বলি; বেড়ালটা মাছ ভাজতে জানে। উল্টে খেতেও জানে। আমার হল রাগ! একটাতো বেড়াল, তার অত জানার কি দরকার? রেগে গেলাম; কেঁদে ফেললাম। আকাশে তখন মেঘের মেয়েরা জানিনা কোন রাগে কাঁদছিল, তারাও আমার চোখের জলের সাথে জল মিলাল তারপর! তারপর বেড়ালটা ভিজে গেল। ভেজা বেড়ালটা এখন মাছ ভাজতেও জানেনা, আর ভাজা মাছটা উল্টে খেতেও জানেনা। কাল রাতে ভিজে গিয়ে বেড়ালটা এখনো ভিজেই আছে। থাকুক, ভেজা বেড়াল ভিজেই থাকুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।