আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ভেজা গান

!!!

রবীন্দ্রনাথ বা নজরুলের গানে বর্ষায় প্রকৃতির নিখুঁত বর্ণনা থাকলেও আমাদের চলচ্চিত্রে বর্ষা বা বৃষ্টি এসেছে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে। আর আধুনিক গানে মূলত প্রতীকী অর্থে মনের ভাব প্রকাশ করতে। কিছুদিন পূর্বে রবি ঠাকুরের বর্ষার গান নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম । আজকের আয়োজনে বর্ষা থাকছে বাংলাদেশের চলচ্চিত্রে ও আধুনিক গানে। আশাকরি সবার ভাল লাগবে ০১) অঝর ধারায় - বাপ্পা মজুমদার ০২) অঝর বৃষ্টি - বালাম ০৩) আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী ০৪) আমি বৃষ্টির কাছ থেকে - সুবীর নন্দী ০৫) আষাঢ় শ্রাবন এলে - শাহনাজ রহমতউল্লাহ ০৬) এই বৃষ্টি ভেজা রাতে - রুনা লায়লা ০৭) এই রিমঝিম বরষাতে - সাবিনা ইয়াসমীন ০৮) এক বরষার বৃষ্টিতে ভিজে - নীলুফার ইয়াসমীন ০৯) একি রিমঝিম বৃষ্টি এলো - নিয়াজ মোহাম্মদ চৌধুরী ১০) ওগো বৃষ্টি - ফাহমিদা নবী ও খালিদ ১১) চলো বৃষ্টিতে ভিজি - সাবিনা ইয়াসমীন ও হাবীব ১২) ঝুম ঝুম বৃষ্টি - কুমার বিশ্বজিৎ ও কনা ১৩) বরষার প্রথম দিনে - সাবিনা ইয়াসমীন ১৪) বাদলা দিনে মনে পড়ে - হাবীব ১৫) বৃষ্টি - শাকিলা জাফর ও এস আই টুটুল ১৬) বৃষ্টি কি বৃষ্টি - বেবী নাজনীন ১৭) বৃষ্টি ভেজা রাত - ফাহমিদা নবী ১৮) বৃষ্টি রাতে - অর্ণব ১৯) শত বরষার জল - তপন চৌধুরী ২০) শ্রাবন এই সন্ধ্যায় - মিতালী মুখার্জী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.