আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা সূর্য



ঝুম বৃষ্টি ভিজে ...... সন্ধা বেলায়, ফিরি সুখের নীড়ে... ঘরেই ছিলে তুমি, বৃষ্টি স্নাত আমি দাড়িয়ে তোমার সামনে কিছুটা অসহায় সুখি মানুষের মতো........। তোমার চোখের কিছুটা নির্লজ্জ দৃষ্টিতে , হই আমি আলতা রাঙা সূর্য.....। গায়ের বৃষ্টি ফোটাগুলোতে করে লজজাগুলো গড়িয়ে পড়তে থাকে ঘরের মেঝেতে.......। কি যেন ভেবে হঠাত্‌ প্রার্থনা করলে আমায় ..... সূর্য দেবতা হয়ে....... রাঙাতে তোমায়..... ভিজে সূর্য হয়ে আজ......। সবকটা বৃষ্টিফোটা ততক্ষনে ঝরে গেছে ঘরের মেঝেতে......। মুখ লুকায় তারা, সূর্য রাঙা চাপা হাসিতে.............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।